সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাক চাপায় তিন আরোহী নিহত | চ্যানেল খুলনা

মোংলা-খুলনা মহাসড়কে ট্রাক চাপায় তিন আরোহী নিহত

মোংলা-খুলনা মহাসড়কের বেলাই ব্রিজ ও তেঁতুলিয়া ব্রিজের মাঝামাঝি জায়গায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ আগষ্ট) রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বাগেরহাটের রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আশরাফুল আলম বলেন, নিহতরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার শংকরনগরের বাসিন্দা বাশারের ছেলে এনামুল (২৬), বেলাই ব্রিজ এলাকার মোতাচ্ছেরের ছেলে আরিফ (২৭) ও ফকিরহাট উপজেলার লকপুর এলাকার শুক্কুরের ছেলে সাইদুল (১২)। এ তিনজনই বেলাই এলাকায় একটি চিংড়ি ঘেরের কর্মচারী ছিলেন। রামপালের ফয়লা বাজার থেকে ঘেরে যাওয়ার পথে অজ্ঞাত ট্রাক চাপায় মোটরসাইকেলে থাকা এ তিন আরোহীর মৃত্যু হয়।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ষ্টেশনের সিনিয়র ষ্টেশন অফিসার মোঃ আরবেজ আলী ও প্রত্যক্ষদর্শী মোংলার প্রাইভেট কার ড্রাইভার মোঃ সোলায়মান জানান, বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের রামপাল এলাকার বেলাই ব্রিজ ও তেঁতুলিয়া ব্রিজের মাঝামাঝি এলাকার ডেলটা এলপিজি ফ্যাক্টরীর সামনে বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে মোংলা থেকে খুলনাগামী একটি ট্রাক মোংলাগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিন আরোহী মারা যান।

ট্রাক চাপায় তিনজনের লাশ ক্ষতবিক্ষত/ছিন্নভিন্ন হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করে রাত সোয়া ১০টার দিকে কাটাখালী হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। ঘটনার পর থেকে ততক্ষণ পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হয়।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন রামপাল থানার ওসি আশরাফুল।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সমুদ্রে ভাসতে থাকা ফিসিং ট্রলারসহ ২৪ জেলে উদ্ধার

ইসির সিদ্ধান্ত অবৈধ, বাগেরহাটে চারটি আসন বহাল রাখতে হাইকোর্টের নির্দেশ

সুন্দরবনে নিখোঁজের দুইদিন পর প্রবাসী নারী পর্যটকের মরদেহ উদ্ধার

ফকিরহাটে বাসচাপায় পথচারী শিশু শ্রমিক নিহত

কিস্তি দিতে না পারায় গৃহবধূর আংটি, নাকফুল ও বদনা নেওয়ার অভিযোগ

চিতলমারীতে কন্যা সন্তানকে স্বাগত জানাতে ২ শতাধিক ফলের গাছ বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।