সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মোংলা ইপিজেড লাগেজ কারখানার আগুন নিভলো ৫৩ ঘণ্টা পর, দেড়শ’ কোটি টাকার ক্ষয়ক্ষতি | চ্যানেল খুলনা

মোংলা ইপিজেড লাগেজ কারখানার আগুন নিভলো ৫৩ ঘণ্টা পর, দেড়শ’ কোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রায় ৫৩ ঘন্টা চেষ্টার পর মোংলা ইপিজেড এ ভারতীয় প্রতিষ্ঠান ‘ভিআইপি লাগেজ’ কারখানার আগুন নেভানো সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রানপণ চেষ্টার পর বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টায় কারখানাটির ফায়ার আউট ঘোষণা দেন খুলনা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মামুন মাহমুদ। আগুনে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও কমপক্ষে দেড়শ’ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভিআইপি লাগেজ এর কর্মকর্তারা।

খুলনা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মামুন মাহমুদ জানায়, মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টায় ভিআইপি লাগেজ কারখানায় আগুন লাগে। দীর্ঘ চেষ্টার পর বৃহস্পতিবার রাত ৮টায় আগুনে পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে। এখন কারখানাটির কোথাও আগুনের অস্তিত্ব নেই। তারপরও সেখানে ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের ১২ সদস্যের একটি টিম পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ভারতীয় মালিকানাধীন কারখানাটির প্রশাসনিক ও মানবসম্পদ বিভাগের প্রধান কর্মকর্তা মিজানুর রহমান মিজান বলেন, বৃহস্পতিবার রাত ৮টায় আগুন পুরোপুরি নিভে গেছে। তারপরও ফায়ার সার্ভিসের একটি টিম কারখানার অভ্যন্তর ও আশপাশ পর্যবেক্ষণে রেখেছে।
তিনি বলেন, শর্টসার্কিট থেকে লাগা আগুনে পুড়ে ভিআইপি-১ ফ্যাক্টরির প্রায় ১৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিক বলেন, শর্টসার্কিট থেকে এ আগুন লেগেছিল বলে ভিআইপি লাগেজ ফ্যাক্টরি কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন। তবে আমাদের গঠিত চার সদস্যের তদন্ত কমিটির কাজ চলছে। তাদের রিপোর্ট পেলে আগুন লাগার সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি জানা যাবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সমুদ্রে ভাসতে থাকা ফিসিং ট্রলারসহ ২৪ জেলে উদ্ধার

ইসির সিদ্ধান্ত অবৈধ, বাগেরহাটে চারটি আসন বহাল রাখতে হাইকোর্টের নির্দেশ

সুন্দরবনে নিখোঁজের দুইদিন পর প্রবাসী নারী পর্যটকের মরদেহ উদ্ধার

ফকিরহাটে বাসচাপায় পথচারী শিশু শ্রমিক নিহত

কিস্তি দিতে না পারায় গৃহবধূর আংটি, নাকফুল ও বদনা নেওয়ার অভিযোগ

চিতলমারীতে কন্যা সন্তানকে স্বাগত জানাতে ২ শতাধিক ফলের গাছ বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।