সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
‘মুভমেন্ট পাস’ প্রয়োজন নেই যাদের | চ্যানেল খুলনা

‘মুভমেন্ট পাস’ প্রয়োজন নেই যাদের

করোনার ভয়াবহ সংক্রমণের লাগাম টেনে ধরতে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। সরকারি-বেসরকারি অফিস, গণপরিবহন, শপিংমলসহ অন্যান্য দোকানপাট বন্ধ। অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া নিষেধ। আবার স্বাস্থ্যবিধি মেনে চালু আছে ব্যাংক ব্যাংক, শিল্পকারখানা, গণমাধ্যমের অফিস। জরুরি সেবা খাতগুলোও খোলা রয়েছে। চালু আছে রাজধানীসহ সারা দেশে টিকাদান কর্মসূচিও।

১৪ থেকে ২১ এপ্রিলের মধ্যরাত, এই আট দিনের সর্বাত্মক নিষেধাজ্ঞায় চলাচলের ক্ষেত্রে পুলিশের দেয়া ‘মুভমেন্ট পাস’ সংগ্রহের ক্ষেত্রে মানুষের বিপুল সাড়া পড়েছে। আবার হয়রানি ও ভুল বোঝাবুঝির ঘটনাও ঘটছে।

এই পরিস্থিতিতে বিভ্রান্তি দূর করতে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, কোন কো ব্যক্তি ও প্রতিষ্ঠান বিধিনিষেধের আওতামুক্ত। তাদের চলাচলে মুভমেন্ট পাস প্রয়োজন নেই শুধু পরিচয়পত্র দেখিয়েই কর্মস্থলে আসা-যাওয়া করতে পারবেন।

বিধিনিষেধের আওতামুক্ত যারা:
১. ডাক্তার
২. নার্স
৩. মেডিকেল স্টাফ
৪. কোভিড টিকা/চিকিৎসার সঙ্গে জড়িত ব্যক্তি/স্টাফ
৫. ব্যাংকার
৬. ব্যাংকের অন্যান্য স্টাফ
৭. সাংবাদিক
৮. গণমাধ্যমের ক্যামেরাম্যান
৯. টেলিফোন/ইন্টারনেট সেবাকর্মী
১০. বেসরকারি নিরাপত্তাকর্মী
১১. জরুরি সেবার সঙ্গে জড়িত কর্মকর্তা/কর্মচারী
১২. অফিসগামী সরকারি কর্মকর্তা
১৩. শিল্পকারখানা/গার্মেন্টস উৎপাদনে জড়িত কর্মী/কর্মকর্তা
১৪. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য
১৫. ফায়ার সার্ভিস
১৬. ডাকসেবা
১৭. বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানির সঙ্গে জড়িত ব্যক্তি/কর্মকর্তা
১৮. বন্দর–সংশ্লিষ্ট ব্যক্তি/কর্মকর্তা

সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন চলছে। গতকাল পহেলা বৈশাখের ছুটির পর ব্যাংকসহ অনেক প্রতিষ্ঠানই আজ খোলা। ফলে সকাল থেকেই রাস্তায় দেখা গেছে অফিসগামী যাত্রীদের। তবে যথারীতি রাজধানীর বিভিন্ন জায়গায় ও চেকপোস্টে পথচারীদের জিজ্ঞাসাবাদ করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জরুরি সার্ভিসে নিয়োজিত ব্যক্তি ছাড়া অন্য যারা রাস্তায় বের হয়েছেন তাদের মুভমেন্ট পাস আছে কিনা সে বিষয়টি তারা নিশ্চিত করছেন। মুভমেন্ট পাস না থাকলে অফিসের পরিচয়পত্র দেখেও অনেককে যেতে দেওয়া হচ্ছে।
তাই পুলিশ সদর দফতর থেকে চেকপোস্টে যেসব পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন, তাদের এ বিষয়ে জরুরি ভিত্তিতে ব্রিফিং করার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের অনুষ্ঠানে আ.লীগ কর্মীদের বিক্ষোভ, গাড়িতে ডিম নিক্ষেপ

আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যেই হবে জাতীয় সংসদ নির্বাচন: শফিকুল আলম

কিরগিজস্তান থেকে দেশে ফিরলেন ১৮০ বাংলাদেশি

ডাকসু নির্বাচনে ২ হাজার পুলিশ মোতায়েন থাকবে: ডিএমপি কমিশনার

দেশের নিরাপত্তার স্বার্থে কাউকে ন্যূনতম ছাড় নয়: প্রেস সচিব

নির্বাচনে দায়িত্ব পালনে দেড় লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।