সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
মুজিব সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে শেখ রাসেল পরিষদ | চ্যানেল খুলনা

মুজিব সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে শেখ রাসেল পরিষদ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘মুজিব-একটি জাতির রূপকার’ সিনেমাটি দেখেছেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখা ও এর অন্তর্গত থানা ওয়ার্ডের নেতৃবৃন্দ।
বুধবার (০৮ নভেম্বর) বিকাল তিনটার শোতে নগরীর চিত্রালী ডিজিটাল সিনেমা হলে গিয়ে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমাটি তারা উপভোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখা’র সভাপতি এস এম নূর হাসান জনি, সাধারণ সম্পাদক মোঃ সাদিকুর রহমান সোহেল, সাংবাদিক হাসানুর রহমান তানজির, সংগঠনের সহ-সভাপতি মোঃ এনামুল বিশ্বাস, যুগ্ম সম্পাদক রুবেল তালুকদার, প্রচার সম্পাদক মইনুল হোসেন মৃদুল, সংস্কৃতিক সম্পাদক এস এম আমিনুল ইসলাম, মহিলা সম্পাদিকা জান্নাতুল স্মৃতি, খালিশপুর থানা শাখার সভাপতি সাজিদুর রহমান, সাধারণ সম্পাদক নূন নিম রশিদ, ১২ নং ওয়ার্ড শাখার সভাপতি নিয়াজ মাহমুদ রাতুল, সাধারণ সম্পাদক তাসকিন চৌধুরী, ১৩ নং ওয়ার্ড ওয়ার্ড শাখার সভাপতি মোহাম্মদ রাকিব শেখ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান তামিম, ১৫ নং ওয়ার্ড ওয়ার্ড শাখার সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক আসিফ চৌধুরীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতৃবৃন্দ।
সিনেমাটি দেখার পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি এসএম নুর হাসান জনি বলেন, মুজিব একটি জাতির রূপকার সিনেমাটি জাতির পিতা শেখ মুজিবকে নিয়ে নির্মিত একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র। যার মাধ্যমে আমরা সহ নতুন প্রজন্ম এর মাধ্যমে বঙ্গবন্ধু মুজিবের সঠিক ইতিহাস জানতে পেরেছে। ৭৫ পরবর্তী সময় যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা বঙ্গবন্ধু মুজিব সহ তার পরিবার এবং মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিকৃত করেছে। তারাই আবার ট্যাকব্যাগ বাংলাদেশের নামে দেশকে পেছনের দিকে ফিরিয়ে নেয়ার ষড়যন্ত্র করছে।
শেখ রাসেল জাতীয় শিশু বিষয়ক পরিষদ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ সাদিকুর রহমান সোহেল অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, বঙ্গবন্ধু মুজিবকে পাক আর্মি সম্মান জানালেও আমাদের কিছু বেইমান মীরজাফরের কারণে বঙ্গবন্ধুকে জীবন দিতে হলো। এটা জাতি হিসেবে আমাদের লজ্জার।

চিত্রালী ডিজিটাল সিনেমা হলের পরিচালক আব্দুল্লাহ খান তপু বলেন, মুজিব একটি জাতির রূপকার সিনেমাটি সকল শ্রেণীর মানুষের দেখা উচিত। বিশেষ করে যারা স্কুলের শিক্ষার্থী তাদের। তিনি আরো বলেন, যারা আর্থিক কারণে সিনেমাটি দেখতে পারছেন না তাদের জন্য চিত্রালি সিনেমা হলে বিশেষ ব্যবস্থা রয়েছে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে মৃত্তিকা সম্পদকে রক্ষা করা অত্যন্ত জরুরি : উপাচার্য

ইসকন নিষিদ্ধসহ চার দফা দাবি হেফাজতে ইসলামের

জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও অন্যান্য চ্যালেঞ্জ মোকাবেলায় যৌথভাবে কাজ করার সুযোগ সৃষ্টি

খুলনা সদর থানা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ভারতের শাসকগোষ্ঠী বিভেদের রাজনীতি ও বাংলাদেশ বিরোধী মিথ্যাচারে লিপ্ত রয়েছে : হেলাল

কুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. শেখ শরীফুল আলম এর দায়িত্ব গ্রহণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।