সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
মুক্তিযুদ্ধের ভ্রাম্যমাণ জাদুঘর এখন বরিশালে | চ্যানেল খুলনা

মুক্তিযুদ্ধের ভ্রাম্যমাণ জাদুঘর এখন বরিশালে

নিজস্ব প্রতিবেদক

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ও শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের স্মৃতি জাগরুক করতে শুরু হয়েছে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ জাদুঘরের ভ্রাম্যমাণ প্রদর্শনী। মুক্তিযুদ্ধ জাদুঘর এর আয়োজন করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকালে বরিশাল নগরের শের-ই বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ৫০০ শিক্ষার্থীকে ভ্রাম্যমাণ ডকুমেন্টারি দেখানো হয়।

কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধ জাদুঘরের কর্মকর্তা পলি ঘোষ বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে দেশব্যাপী কর্মসূচির প্রথমেই বরিশাল থেকে তা শুরু করা হয়েছে। বরিশাল জেলার ৮ উপজেলার অন্তত ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ হাজার শিক্ষার্থীদের মাঝে ধারাবাহিকভাবে এই কর্মসূচি আগামী এক মাস চলবে। এর সঙ্গে শিক্ষার্থীরা তাদের প্রতিবেশী ও স্বজনদের কাছ থেকে মুক্তিযুদ্ধের স্মৃতি লিখে জাদুঘরের কাছে জমা দেবে এবং বই আকারে তা প্রকাশিত হবে।’ মুক্তিযুদ্ধের স্মৃতি সবার মাঝে জাগরুক রাখতে এই কর্মসূচি প্রণয়ন করা হয়েছে বলে জানান তিনি।

সকালে শের-ই বাংলা বালিকা মহাবিদ্যালয়ের এক ছাত্রী বলে, ‘আমরা অনেক কিছুই জানতাম না। ভ্রাম্যমাণ জাদুঘরের মাধ্যমে আমরা দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের অনেক কিছুই জানতে পারলাম।’

মুক্তিযুদ্ধ জাদুঘরের ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর বরিশালে থাকবে এক মাস। ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জানানো হবে মুক্তিযুদ্ধের নানা ইতিহাস। প্রথম দিন আজ বৃহস্পতিবার বরিশাল নগরের শের-ই-বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রদর্শনী দেখে। ছবি: সাইয়ান
এ সময় স্কুলের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, মুক্তিযুদ্ধ গবেষক ও সাংবাদিক সুশান্ত ঘোষ, জাদুঘরের সদস্যরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

নীলফামারীতে গৃহবধূ হত্যা, রাজশাহীতে শাশুড়ি গ্রেপ্তার

মেয়ে হত্যার অভিযোগে মায়ের মামলায় বাবা গ্রেপ্তার

ময়মনসিংহে ২ শিশু নিখোঁজ: সিফাতের পর এবার মিলল সাদাবের লাশ

ভারতে থেকে নিয়মিত বেতন তোলেন শিক্ষক দম্পতি

‘আমি ওয়ার্ড যুবদলের সভাপতি, জানস?’ বহিষ্কৃত যুবদল নেতা

বগুড়ায় বাড়ির সামনে পড়ে ছিল যুবকের রক্তাক্ত মরদেহ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।