সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মান্ধানাদের ম্যাচ ফি দ্বিগুন, জ্যোতিদের কত | চ্যানেল খুলনা

মান্ধানাদের ম্যাচ ফি দ্বিগুন, জ্যোতিদের কত

বছর তিনেক আগে ভারতে নারী আর পুরুষ ক্রিকেটারদের ম্যাচ ফি সমান করা হয়েছে। তবে বৈষম্য থেকে গিয়েছিল তাদের ঘরোয়া ক্রিকেটে। বিশ্বকাপ এনে দেওয়ার পর দেশটির নারী ক্রিকেটারদের কদর বেড়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঘরোয়া ক্রিকেটে নারীদের ম্যাচ ফি দ্বিগুণ করা হবে।

আগে ঘরোয়াতে ওয়ানডে ম্যাচ খেললে একাদশে থাকা নারী ক্রিকেটাররা পেতেন ২৫ হাজার রুপি। এখন সেটা ৫০ হাজার রুপি করা হয়েছে। মঙ্গলবার মুম্বাইয়ে ভারতীয় বোর্ডের একটি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সঙ্গে বয়সভিত্তিক নারী ক্রিকেটারদের ম্যাচ ফি দ্বিগুণ বাড়িয়ে ২৫ হাজার রুপি করা হয়েছে।

সে তুলনায় বাংলাদেশে নারী ক্রিকেটারদের অঙ্কটা বেশ কম। কয়েক বছর আগেও ম্যাচ ফি ছিল মাত্র ১ হাজার টাকা! জাতীয় লিগ টি২০ খেললে এটাই ধরিয়ে দেওয়া হতো নিগার সুলতানা জ্যোতিদের হাতে। গত বছর থেকে ম্যাচ ফি বাড়িয়ে ৫ হাজার টাকা করা হয়েছে। এবারও বিসিএল খেলে সেই টাকাই পাচ্ছেন তারা। যদিও গেল নভেম্বরে তাদের বেতন ৩৫ শতাংশ বাড়িয়েছে বিসিবি। কেন্দ্রীয় চুক্তিতে ১৫ নারী ক্রিকেটার ছাড়াও ঘরোয়া ক্রিকেটে মোট ৩৫ জনকে বেতনভুক্ত করা হয়েছে।

কেন্দ্রীয় চুক্তিতে থাকা পুরুষ ক্রিকেটাররা সর্বোচ্চ বেতন পান ১০ লাখ, সেখানে জ্যোতিদের বেতন সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা। ঘরোয়া ক্রিকেটে নারী ক্রিকেটাররা বেতন পান মাসে ৩০ হাজার টাকা। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেললে লিটনরা যেখানে ম্যাচপ্রতি ২ থেকে ৮ লাখ টাকা পান, সেখানে জ্যোতিরা পান ৫০ হাজার থেকে ১ লাখ টাকা। ওডিআই খেললে ম্যাচ ফি ৩৬ হাজার টাকা, টি২০তে ১৮ হাজার টাকা।

ঘরোয়া ক্রিকেটেও নারী ক্রিকেটারদের ম্যাচ ফি আকর্ষণীয় নয়। সম্প্রতি এনসিএল টি২০ খেলে পুরুষ ক্রিকেটাররা ম্যাচ ফি পেয়েছেন ৪০ হাজার টাকা। নারী ক্রিকেটাররা (গত এনসিএলে) পেয়েছেন মাত্র ৫ হাজার টাকা! সেদিক থেকে আন্তর্জাতিক ম্যাচ খেললে ভারতের নারী ক্রিকেটাররা বড় অঙ্কের ম্যাচ ফিই পেয়ে থাকেন। একটি টেস্ট খেললে শুভমান গিলদের সমান ১৫ লাখ রুপি পান স্মৃতি মান্ধানারা। ওডিআই ও টি২০তে ছেলেদের সমান ৬ লাখ ও ৩ লাখ রুপি পান তারা।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন খুলনায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

বার্সেলোনা কিনতে ১০ বিলিয়ন ইউরোর প্রস্তাব সৌদি যুবরাজের

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

থ্রো থেকে সরাসরি গোল, বাংলাদেশ ফুটবল লিগে অদ্ভুতুড়ে ঘটনা

মেয়েদের ফুটবল র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের দুঃসংবাদ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।