মাগুরা প্রতিনিধিঃ মাগুরা সদরের পারনান্দুয়ালী ব্যাপারী পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে মাগুরার ঐতিহ্যবাহি ৭০ তম সিদ্দিকিয়া আমিনিয়া ইছালে ছওয়াব মাহফিল।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে বয়ান করেন, আলহাজ্ব ড. হযরত মাও: মুফতি মুহাম্মদ কাফিলুদ্দিন সরকার সালেহী। বিশেষ অতিথির বয়ান করেন, হযরত মাও: মুফতি মো: ওসমান গনি সালেহী।
মাহফিলে সভাপতিত্ব করেন, মুফতি মো: সিদ্দিকুর রহমান, পেশ ইমাম ও খতিব,  পারনান্দুয়ালী ব্যাপারী পাড়া জামে মসজিদ।
দেশ ও জাতীর কল্যানে আখেরী মোনাজাত করেন, আলহাজ্ব হযরত মাওলানা শরফুল আমিন, বশিরহাট,  ভারত।
উক্ত মাহফিলে হাজারো মানুষ উপস্থিত হয়ে কোরআন হাদিসের আলোকে বক্তাদের বয়ান মনোযোগ সহকারে শোনেন।
 
																

																	