সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
মডরিচের জায়গায় মেসির বিশ্বকাপজয়ী সতীর্থকে চায় রিয়াল | চ্যানেল খুলনা

মডরিচের জায়গায় মেসির বিশ্বকাপজয়ী সতীর্থকে চায় রিয়াল

রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের প্রাণভোমরা লুকা মডরিচ চলতি মৌসুম শেষেই ক্লাব ছাড়ছেন। স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে তার ১৩ বছরের যাত্রার ইতি টানার ঘোষণা দিয়েছেন তিনি। তার বিদায়ে মিডফিল্ডে তৈরি হওয়া শূন্যস্থান পূরণে মনযোগী হয়েছে রিয়াল। শোনা যাচ্ছে, ইউরোপের শীর্ষ কোনো মিডফিল্ডারকে দিয়েই মডরিচের অভাব পূরণ করতে চায় তারা।

ক্রোয়েশিয়ান কিংবদন্তির বদলি হিসেবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের দিকে হাত বাড়াচ্ছে রিয়াল। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘ফিশাজেস’-এর বরাতে বিবিসি জানিয়েছে, ম্যাক অ্যালিস্টারকে পাখির চোখ করেছেন ফ্লোরেন্তিনো পেরেজ। আরেক স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-ও একই খবর দিয়েছে।

তবে ম্যাক অ্যালিস্টারের রিয়ালে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ সম্প্রতি লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জিতেছেন তিনি। অলরেডদের নতুন কোচ আরনে স্লটের পরিকল্পনার অনেকটা জুড়ে লিভারপুল মিডফিল্ডের এই রত্ন।

আর চলতি মৌসুম শেষে রিয়ালের ফুলব্যাক ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আরনল্ডের রিয়ালের যাওয়ার কথা রয়েছে। একই উইন্ডোতে নিজেদের দুই গুরুত্বপূর্ণ ফুটবলারকে নিশ্চয়ই রিয়ালের হাতে তুলে দেবে না ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুল।

স্প্যানিশ ক্লাবটিতে যাওয়ার গুঞ্জন নিয়ে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে ম্যাক অ্যালিস্টার বলেছিলেন, ‘আমাকে নিয়ে ছড়ানো গুঞ্জন ও সংবাদ কি আমার পড়া উচিৎ? আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমানে কী ঘটছে তা। এই ক্লাব (লিভারপুল) আমাকে এখন যতটা পছন্দ করছে, যদি একটি উইকেন্ড খারাপ যায়, এখনকার মতো আগ্রহ আর থাকবে না।’

এদিকে ম্যাক অ্যালিস্টার ছাড়াও আর্জেন্টিনার আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার এনজো ফার্নান্দেজের দিকেও নজর ছিল রিয়ালের। সংবাদ সম্মেলনে চেলসি কোচ এনজো মারেসকা স্পষ্ট বলে দিয়েছেন, ‘এনজো আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমাদের অধিনায়ক ও মাঠে নেতৃত্ব দেওয়া ফুটবলারের একজন। সুতরাং এখন কোনো গুঞ্জন কিংবা আলোচনা নয়। সে আমাদের দিকেই মনোনিবেশ করছে এবং এটাই গুরুত্বপূর্ণ।’

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

‘কে পরিশ্রম করছে, কে ফাঁকি দিচ্ছে, সহজেই ধরতে পারেন কোচ’

ভুটানের ক্লাবে এবার বাংলাদেশ অধিনায়ক

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি কোথায় দেখবেন

পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়া উইন্ডিজ ক্রিকেটারের বড় লাফ, ব্রেভিসেরও বিশাল উন্নতি

জিতলেই পাচ্ছেন অর্থ, সেমিতে উঠলে বাড়িও পাবেন কেনিয়ান ফুটবলাররা

বাংলাদেশ-ভারতসহ আর কোন কোন দল উঠল এশিয়ান কাপে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।