সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
ভারতের বিশাল লিড, হারের শঙ্কায় বাংলাদেশ | চ্যানেল খুলনা

ভারতের বিশাল লিড, হারের শঙ্কায় বাংলাদেশ

চ্যানেল খুলনা ডেস্কঃবাংলাদেশের বোলাররদের বেড়ধক পিটিয়েছে ভারতীয় ব্যাটসম্যানরা। স্বগতিকদের হয়ে এ কাজে নেতৃত্ব দেন ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি ও একই সঙ্গে টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস দুটোই পেলেন ডানহাতি ওপেনার। তার ডাবল সেঞ্চুরিতে ভর করে দ্বিতীয় দিন শেষে ৩৪৩ রানের লিড নিয়েছে ভারত।

বাংলাদেশের ১৫০ রানের জবাবে প্রথম দিন শেষে এক উইকেটে ৮৬ রান ছিল টিম ইন্ডিয়ার। দ্বিতীয় দিনে ৪০৭ যোগ করেছে তারা। দিন শেষে কোহলিদের সংগ্রহ ছয় উইকেটে ৪৯৩ রান। জাদেজা ৬০ ও উমেশ যাদব ২৫ রানে অপরাজিত আছেন।

এর আগে ম্যাচের দ্বিতীয় দিনে বাংলাদেশে বিপক্ষে ৩০৫ বল খেলে আগারওয়াল স্পর্শ করেন ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। মিরাজের বলে ছক্কা মেরে এ মাইলফলক স্পর্শ করেন তিনি। ২৫টি চার ও পাঁচটি ছক্কা হাঁকান ডানহাতি ওপেনার। এরপর প্রোটিয়াদের বিপক্ষে গড়া ২১৫ রানের ব্যক্তিগত ইনিংস ছাড়িয়েছেন তিনি। ৩৩০ বলে ২৮টি চার ও আটটি ছক্কাতে ২৪৩ রানের মহাকাব্যিক ইনিংস খেলে আউট হন ডানহাতি ব্যাটসম্যান। মিরাজের বলে রাহীর হাতে ধরা পড়েন মায়াঙ্ক।

৩৭ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামেন আগারওয়াল। সঙ্গী পূজারা ছিলেন ৪৩ রানে। ৫৪ রান করেই পূজারা বিদায় নেন। রাহীর বলে চতুর্থ স্লিপে বদলি ফিল্ডার সাইফের হাতে ক্যাচ তুলে দেন পূজারা। অধিনায়ক বিরাট কোহলিও ফিরে যান রাহির বলে। টাইগারদের বিপক্ষে প্রথম ডাক মারেন ভারতীয় অধিনায়ক। বাংলাদেশের সারাদিনের সাফল্য এতটুকুই।

এরপরই আজিঙ্কা রাহানেকে নিয়ে ভারতকে বড় সংগ্রহের পথে নিয়ে যান ওপেনার আগারওয়াল। চতুর্থ উইকেটে এ দুজন ১৯০ রানের বিশাল জুটি গড়েন। মূলত এ জুটির ওপর ভর করে বাংলাদেশি বোলারদের শাসন করছে টিম ইন্ডিয়া। ৯টি চারে ৮৬ রান করে আউট হন রাহানে। অন্যপ্রান্তে, ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন আগারওয়াল। পঞ্চম উইকেটে জাদেজার সঙ্গেও ১২৩ রানের জুটি গড়েন তিনি।

সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ ১৫০
ভারত ৪৯৩/৬ (আগারওয়াল ২৪৩, পূজারা ৫৪, রাহানে ৮৬, জাদেজা ৬০*, উমেশ যাদব ২৫*)

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।