সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির সমাপনী সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির সমাপনী সভা অনুষ্ঠিত

খুলনা সদর শাখার আয়োজনে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় খালিশপুর ব্র্যাক লার্নিং সেন্টার হলরুমে অনুষ্ঠিত হয়।

ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি যশোর জেলা ব্যবস্থাপক শেখ সোবহানের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার মিলন সাহা। এ সময় স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ শফিকুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে যদি কেউ দক্ষতা বৃদ্ধি করতে পারে সে নিজেও স্বাবলম্বী হবে। সাথে তার পরিবারকেও স্বাবলম্বী করতে পারবে। নিজের দক্ষতা বৃদ্ধির মাধ্যমেই আমরা উন্নত সমাজ বিনির্মাণে অংশ নিতে পারব। আমার মনে হয় এই প্রশিক্ষনে যারা অংশগ্রহন করেছে। তাদের প্রচেষ্টায় কর্মজীবনে সফলতা অর্জন করতে পারবেন বলে আমি দৃঢ় বিশ্বাস করি। আমরা নিজেরা নিজেদের দক্ষতা বৃদ্ধিতে যদি চেষ্টা না করি তাহলে সফলতা অর্জন করতে পারবোনা।

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মো: মোস্তাক উদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনার প্রোগ্রাম অফিসার সাজিয়া আফরিন সিদ্দিকী, ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক সঞ্জয় ব্যানার্জি, ব্র্যাক লার্নিং সেন্টার খুলনা অপারেশন ম্যানেজার ফজলে রাব্বি।

পুতুল হারবাল পার্লার এর কর্ণধার পুতুল বলেন, তিনি প্রথম থেকেই সাথে আছেন ব্র্যাকের এই প্রকল্পের। ব্র্যাকের কারণেই অনেক মেয়ে আমার প্রতিষ্ঠানে কাজ শিখে এখন সাবলম্বি। এটা আমার জন্য গর্বের। আমি চাই এভাবেই কর্ম সংস্থান বৃদ্ধি পাক। আমার হাত দিয়ে আরো অনেক ঝরে পরা শিশুরা সামনের দিকে এগিয়ে যাক।

মো: জাকির হোসেনের সার্বিক সহযোগিতায় এ সভায় আরো উপস্থিত ছিলেন, ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির মোঃ আনোয়ারুল ইসলাম, বিভিন্ন এনজিওর প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বণিক সমিতির প্রতিনিধি, কোর্স সমাপ্ত এবং চলমান প্রশিক্ষনার্থী প্রমুখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খালিশপুরের প্রভাতী স্কুলমাঠে তারেক রহমানের আগমন ঘিরে আবেগ, উদ্দীপনা আর প্রস্তুতির জোয়ার

খুলনাকে মাদক ও সন্ত্রাস মুক্ত নিরাপদ নতুন খুলনা হিসেবে গড়ে তুলতে চাই : মঞ্জু

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সন্ত্রাসমুক্ত, ভয়ভীতিমুক্তভাবে অনুষ্ঠিত হতেই হবে : এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল

নারীরা পরিবর্তনের পক্ষে দৃঢ় অবস্থান, যা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক : অধ্যাপক মাহফুজুর রহমান

ক্ষুধা-দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: মঞ্জু

খালিশপুরের ৯নং ওয়ার্ডে হাতপাখা প্রার্থীর গণসংযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।