সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
ব্যবহারকারীদের জন্য টেলিগ্রামের নতুন ফিচার | চ্যানেল খুলনা

ব্যবহারকারীদের জন্য টেলিগ্রামের নতুন ফিচার

ব্যবহারকারীর গোপনীয়তা লঙ্ঘনের কারণে দ্রুত কমতে শুরু করেছে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা। এর সুযোগ নিচ্ছে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ টেলিগ্রাম। নানাবিধ আকর্ষণীয় সার্ভিস দেয়ার মাধ্যমে ব্যবহারকারীদের মনোযোগ এখন পুরোটাই দখলে নিয়েছে তারা। সম্প্রতি হোয়াটসঅ্যাপের মতোই তারা চালু করেছে ডিসঅ্যাপেয়ারিং মেসেজেস ফিচার।

হোয়াটসঅ্যাপ থেকে অনেকেই যখন মুখ ফিরিয়ে নিচ্ছেন, তখন ব্যবহারকারীরা ক্রমাগত ঝুঁকছেন অ্যাপটির প্রতি। সেই সুযোগ কাজে লাগিয়ে নতুন ফিচারটি প্রকাশ করা হয়েছে। ফিচারটি চালু করার পর ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে পাঠানো মেসেজ ৭ দিনের মধ্যে নিজে থেকে মুছে যাবে। তবে একদিনের মধ্যে মেসেজ মুছে ফেলার অবকাশ রয়েছে এখানে। জানুয়ারিতে সবচেয়ে বেশি ডাউনলোড করা হয় এটি। গুগল প্লে-স্টোরে এই সংখ্যা ৬ কোটি ৩০ লাখেরও বেশি।

গত বছরের ডিসেম্বরেও নন-গেমিং অ্যাপের তালিকায় টেলিগ্রামের অবস্থান ছিলো নবম। জানুয়ারিতে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘনের ইস্যুতে অ্যাপটি সবচেয়ে ডাউনলোড করা হয় ভারতে।

টেলিগ্রাম ব্যবহারকারী চাইলে মেসেজ মুছে যাওয়ার এই সময়সীমা ৭ দিন পর্যন্ত রাখতে পারেন। তবে আইফোনে ফিচারটি ব্যবহারের জন্য প্রথমে মেসেজ সিলেক্ট করতে হবে এবং তারপর ক্লিয়ার চ্যাট অপশনে থাকা অটো ডিলিট ক্লিক করতে হবে।

ডিসঅ্যাপেয়ারিং ফিচার ছাড়াও এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ টেলিগ্রাম নতুন হোম স্ক্রিন উইডজেট প্রকাশ করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহারে সুবিধা ছাড়াও গ্রুপের সদস্য সংখ্যা ইচ্ছেমতো বাড়ানো যাবে। টেলিগ্রাম বলছে, এর মাধ্যমে কোনো ব্যবহারকারী চাইলে রিপোর্টও করতে পারেন।

https://channelkhulna.tv/

তথ্য প্রযুক্তি আরও সংবাদ

ইনস্টাগ্রাম আনছে ‘পিকস’ ফিচার

ওপেনএআই মাইক্রোসফটকে গিলে খাবে: নাদেলাকে মাস্কের সতর্কবার্তা

ইউটিউবে এখন মিস্টার বিস্টের ধারেকাছে কেউ নেই, পেলেন বিশেষ বাটন

ব্যাটারির আয়ু ১০ গুণ বাড়াতে পারে সাধারণ লবণ: গবেষণা

স্টারলিংক ইন্টারনেটে বিভ্রাট: বিশ্বব্যাপী আড়াই ঘণ্টা পরিষেবা ব্যাহত

ফেসবুকের ‘ভিডিও’ থেকে আয় বন্ধ হচ্ছে, আয় হবে যেভাবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।