সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বিশ্বকাপের সূচি ও ভেন্যুর নাম প্রকাশ | চ্যানেল খুলনা

বিশ্বকাপের সূচি ও ভেন্যুর নাম প্রকাশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের (২০২৬) সূচি ও ৭টি ভেন্যুর নাম ঘোষণা করেছে আয়োজক দেশ ইংল্যান্ড। বৃহস্পতিবার (১ মে) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, আগামী বছরের ১২ জুন শুরু হয়ে আসরের পর্দা নামবে ৫ জুলাই। ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপে মোট ২৪ দিনে হবে ৩৩টি ম্যাচ। যেখানে এই আসরে প্রতিযোগীর সংখ্যা বাড়িয়ে ১২ করা হয়েছে। ৬টি করে দল ভাগ হয়ে খেলবে দুই গ্রুপে। গত বছরের অক্টোবরে র‍্যাংকিংয়ের শীর্ষ আটে থাকা দলগুলো বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। বাছাইপর্ব খেলে উঠবে আরও ৪ দল।

স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে ২০২৪ ওয়ানডে সুপার কাপে পারফরম্যান্সের সুবাদে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাওয়া দলগুলো হচ্ছে, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া র‍্যাংকিংয়ের ভিত্তিতে পাকিস্তান ও শ্রীলংকার মেয়েরাও সেই সুযোগ পেয়েছে। তবে বাংলাদেশসহ বাকি দলগুলোকে যোগ্যতা অর্জনে খেলতে হবে বাছাইপর্ব।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ লর্ডসে আসন্ন বিশ্বকাপের ভেন্যু ও সূচি ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ইসিবির প্রধান নির্বাহী ইয়ান গুল্ড, ইংল্যান্ড নারী দলের কোচ চার্লট এডওয়ার্ডস এবং দেশটির তারকা ক্রিকেটার ট্যামি ব্যুমন্ট, সোফিয়া ডাঙ্কলি, সোফি এক্লেস্টন, লরেন বেল ও ইংলিশ রাগবি তারকা ইলি কিলদুন্নে।

এদিকে লর্ডস ছাড়াও আসন্ন বিশ্বকাপের ভেন্যুগুলো হচ্ছে, ওল্ড ট্রাফোর্ড, হেডিংলি, এজবাস্টন, হ্যাম্পশায়ার বোল, দ্য ওভাল ও ব্রিস্টল ক্রিকেট গ্রাউন্ড।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

রিয়ালে প্রথমবার ‘চরম বাস্তবতা’ দেখলেন আলোনসো

১৬ দলীয় চাইনিজবার ফুটবল টুর্নামেন্টে মধু ফ্যাক্টরি ইয়ং বয়েজ জয়ী

নেপাল থেকে নিরাপদে ঢাকায় ফিরলেন ফুটবলাররা

বিশ্বকাপ বাছাইয়ে যেতে পাকিস্তানের বিপক্ষেই খেলতে হচ্ছে বাংলাদেশের

বিদায়ী ম্যাচ খেলার পর মেসিকে নিয়ে দুঃসংবাদ

অক্টোবরেই বিসিবির নির্বাচন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।