খবর বিজ্ঞপ্তিঃ খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন ৬২২ বৈকালী শাখার উদ্যোগে গতকাল ১২টায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় বৈকালী জংশন ইউনিয়স অফিসের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন চঞ্চল হাওলাদার। প্রতিবাদ সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আব্দুল হালিম। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মালিক সমিতির সভাপতি মোঃ শাহজাহান জমাদ্দার তার বক্তৃতায় বলেন, বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের ৬২২ বৈকালী জংশন শাখার সদস্য মাসুদ মোহমুদ বাদল ও কামরুল ইসলাম প্রিন্সের কার্ড আজীবনের জন্য বহিস্কারের দাবি জানান। ইউনিয়ন থেকে সদস্যদের টাকা আত্মসাত করেছে। ইউনিয়নের টাকায় সম্পত্তি কিনে সেই সম্পত্তি নিজেদের নামে নিয়েছেন। অবিলম্বে দুজনের সদস্য কার্ড বহিস্কারের দাবিতে শ্রমিকরা আন্দোলন করছে। এ সময় উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোল্লা হায়দার আলী, আওয়ামীলীগ নেতা মোরর্শেদ আলম মালিক সমিতির, সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক শেখ মোকলেছুর রহমান, শেখ সোবহান, শ্রমিক নেতা আলমগীর হোসেন বাদশা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুসা, কাজী ফয়সাল আলম, হাফিজুর রহমান, শ্রমিক নেতা শেখ মোহাম্মদ আলী, আরও উপস্থিত ছিলেন বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা কবুতর সেলিম, বাজার কমিটির সদস্য হালিম, আবুল, রানা, মৃধা, জাহাঙ্গীর, ইউসুফ প্রার্থী, খালেক সরদার, শামীম, মন্টু প্রমুখ।