সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিজেপিসির নারী সাংবাদিক ও মেয়েদের তথ্য ও নিরাপত্তা বিষয়ক প্রোগ্রাম অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

বিজেপিসির নারী সাংবাদিক ও মেয়েদের তথ্য ও নিরাপত্তা বিষয়ক প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশে নারী সাংবাদিক ও কিশোরীদের তথ্যপ্রাপ্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে যৌথ উদ্যোগে “প্রোগ্রাম লঞ্চ ইভেন্ট” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনার হোটেল এম্বাসেডরের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি) ও কমিউনিটি ফোরাম।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল-১৯ এর সহযোগিতায় এবং কলাবরেশন ল্যাব প্রজেক্ট রাউন্ড-৩ এর আওতায় সি ডব্লিউ এফ-এর সার্বিক ব্যবস্থাপনায় এই ইভেন্টটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এলায়েন্স টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক ও অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইভানা আফরিন প্রেজেন্টেশনের মাধ্যমে প্রজেক্ট ও বিভিন্ন নীতিমালা নিয়ে আলোচনা করেন। এ সময় খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা নারী ও কিশোরী সাংবাদিকদের তথ্য ও নিরাপত্তা সংশ্লিষ্ট নানা সমস্যা তুলে ধরে তার সমাধান নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মোঃ মনিরুজ্জামান, সিনিয়র ইন্সপেক্টর, যুব উন্নয়ন অধিদপ্তর, সাজিয়া আফরিন সিদ্দিকী, প্রোগ্রাম অফিসার, মহিলা অধিদপ্তর,ফাতেমা খাতুন, প্রিন্সিপাল, মুক্তিযোদ্ধা কলেজ, খুলনা,সুমন আহমেদ, সম্পাদক, খুলনা টাইম,তরুণ কুমার মণ্ডল, তথ্য অফিসার, তথ্য দপ্তর, খুলনা,আনিছুর রহমান কবির, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

এছাড়াও খুলনার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, ধ্রুব, সি ডব্লিউ এফ ও সিএমকেএস-এর অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন অফিসার মনিরুল ইসলাম, প্রশান্ত কুমার মণ্ডল, রঞ্জন নিকোলাসসহ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি ও কমিউনিটি ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া গত ৪সেপ্টেম্বর সহযোগিতায় মহিলা ও মেয়ে এবং সাংবাদিকদের অংশগ্রহণে অ্যাডভোকেসি ক্যাম্পিং হোটেল এম্বাসেডর এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল ১০ টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ প্রোগ্রামে নারী ও কিশোরী সাংবাদিকদের অ্যাডভোকেসি ক্যাম্পিংটি খুলনার বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের অংশগ্রহণের বিভিন্ন সমস্যা তুলে ধরে তার সমাধানের বিষয়ে আলোচনা করা হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনাকে মাদক ও সন্ত্রাস মুক্ত নিরাপদ নতুন খুলনা হিসেবে গড়ে তুলতে চাই : মঞ্জু

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সন্ত্রাসমুক্ত, ভয়ভীতিমুক্তভাবে অনুষ্ঠিত হতেই হবে : এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল

নারীরা পরিবর্তনের পক্ষে দৃঢ় অবস্থান, যা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক : অধ্যাপক মাহফুজুর রহমান

ক্ষুধা-দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: মঞ্জু

খালিশপুরের ৯নং ওয়ার্ডে হাতপাখা প্রার্থীর গণসংযোগ

খুলনায় ধানের শীষের গণজোয়ার দেখে প্রতিপক্ষ দিশেহারা: বকুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।