
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট–১ আসন (মোল্লাহাট, চিতলমারী ও ফকিরহাট) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমির অধ্যক্ষ মাওলানা মোঃ মশিউর রহমান খান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টায় তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে চিতলমারি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেনের কাছ থেকে এ ফরম সংগ্রহ করেন।
এসময় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বলেন, আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী বাগেরহাট–১ আসনে অধ্যক্ষ মাওলানা মোঃ মশিউর রহমান খান মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং আগামী নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হচ্ছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চিতলমারি উপজেলা আমির মাওলানা মুনিরুজ্জামান, ফকিরহাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এবিএম তৈয়াবুর রহমান, মোল্লাহাট উপজেলা আমির হাসমত আলী সরদার, ফকিরহাট উপজেলা সেক্রেটারি শেখ আবুল আলা মাসুম, মোল্লাহাট উপজেলা সেক্রেটারি হাফেজ হেদায়েত উল্লাহ, চিতলমারি উপজেলা সেক্রেটারি জাহিদুর রহমান নান্না, চিতলমারি উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ কামরুল ইসলাম, মোল্লাহাট উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মিসকাত হুসাইন, চিতলমারি উপজেলা সভাপতি হাফেজ তরিকুল ইসলাম, ফকিরহাট উপজেলা (পূর্ব) সভাপতি আবু বকর সিদ্দিক, ফকিরহাট উপজেলা (পশ্চিম) সভাপতি হাফেজ ওমর ফারুকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


