 প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ বাগেরহাট জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষা কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন চিতলমারী উপজেলার সুরশাইল ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তা মানস কুমার তালুকদার। দায়িত্বরত ক্লাস্টারের সকল বিদ্যালয়কে সুসজ্জিতকরণ, শিক্ষকদের পাঠদান মেন্টরিং, বিভিন্ন ইনোভেশন আইডিয়া বাস্তাবায়ন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণসহ প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে তিনি জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষা কর্মকর্তার কৃতিত্ব অর্জন করেণ।
প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ বাগেরহাট জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষা কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন চিতলমারী উপজেলার সুরশাইল ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তা মানস কুমার তালুকদার। দায়িত্বরত ক্লাস্টারের সকল বিদ্যালয়কে সুসজ্জিতকরণ, শিক্ষকদের পাঠদান মেন্টরিং, বিভিন্ন ইনোভেশন আইডিয়া বাস্তাবায়ন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণসহ প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে তিনি জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষা কর্মকর্তার কৃতিত্ব অর্জন করেণ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাগেরহাট জেলার ৯ টি উপজেলা থেকে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা জেলা পর্যায়ে প্রেরণ করা হয়। প্রেরিত তালিকার মধ্য থেকে জেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি বাগেরহাট জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন ও সদস্য সচিব বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ আলম কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই শেষে ১৩ টি ক্যাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনিতত করা হয়। বিভিন্ন ক্যাটাগরিতে জেলা পর্যায়ের নির্বাচিতদের তালিকা বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সদস্য সচিব মোঃ শাহ আলম জানান, বিভিন্ন ক্যাটাগরিতে মনোনিত ব্যক্তি ও প্রতিষ্ঠান জেলার সার্বিক প্রাথমিক শিক্ষার মনোন্নয়নের ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। বাগেরহাট জেলায় বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিতরা বিভাগীয় পর্যায়েও ভালো করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেণ।



 
																