সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
বাগেরহাটে লিটারে ১৪ টাকা বেশিতে বিক্রি হচ্ছে তেল | চ্যানেল খুলনা

বাগেরহাটে লিটারে ১৪ টাকা বেশিতে বিক্রি হচ্ছে তেল

চ্যানেল খুলনা ডেস্কঃজ্বালানি তেল বিক্রির কমিশন ও ট্যাংক-লরির ভাড়া বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে খুলনা বিভাগের সকল জেলাগুলোর মতো বাগেরহাটেরও পেট্রল পাম্পগুলো তেল বিক্রি বন্ধ করে দিয়েছে।আর এ সুযোগে কিছু অসাধু খুচরা পেট্রোল ও ডিজেল ব্যবসায়ী লিটারে ১০ থেকে ১৪ টাকা বাড়িয়ে পেট্রল ও ডিজেল বিক্রি করছেন। এতে ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহনের চালকরা।

রবিবার (১ ডিসেম্বর) শহরের বিভিন্ন পেট্রল পাম্প ঘুরে দেখা যায়, প্রতিটি পাম্পের সামনে মোটা রশি ও তেলের ড্রাম দিয়ে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। সেখানে কোনো যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না। পাম্প গুলোতে কর্মকর্তা-কর্মচারীরা থাকলেও তারা তেল বিক্রি করছে না।

বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বসে থাকা ট্রাক চালক কামাল শেখ বলেন, আজ যে পাম্পগুলো বন্ধ থাকবে, আমার তা জানা ছিল না। ট্রাক নিয়ে পাম্পে গিয়ে দেখি তেল বিক্রি বন্ধ। ‘তাই কাজ-কাম বন্ধ দিয়ে বসে আছি’।ভাড়ায় মোটরসাইকেল চালক হিরণ মোল্লা বলেন, মোটরসাইকেলে যাত্রী উঠিয়ে পাম্পে এসে দেখি তেল বিক্রি বন্ধ। বাধ্য হয়ে যাত্রী নামিয়ে ফিরে এসেছি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক খুচরা তেল বিক্রেতা জানান, পাম্প গুলোতে তেল বিক্রি বন্ধ থাকার কারণে খুচরা দোকানগুলোতে মোটরসাইকেল, যাত্রীবাহী মাহেন্দ্র ও বাসসহ বিভিন্ন যানবাহনের চালকরা ভিড় করছে। এ সুযোগে আমরা যারা খুচরা তেল বিক্রেতা তারা পেট্রল প্রতি লিটারে ১৪ টাকা ও ডিজেলে ১০ টাকা বেশি নিচ্ছি। এরপরও জেলার অধিকাংশ খুচরা তেলের দোকানগুলোতে তেল পাচ্ছে না চালকরা।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।