সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
বাইডেনের নিরাপত্তা প্রত্যাহার করলেন ট্রাম্প | চ্যানেল খুলনা

বাইডেনের নিরাপত্তা প্রত্যাহার করলেন ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে প্রতিদিনের ব্রিফিংও পাবেন না বাইডেন। খবর বিবিসির।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে গত বছর স্পেশাল কাউন্সেল রবার্ট হারের দেওয়া একটি প্রতিবেদনের প্রসঙ্গ উল্লেখ করেছেন ট্রাম্প। ওই প্রতিবেদনে হার লিখেছিলেন, ‘বাইডেন সজ্জন ও বয়স্ক। তার স্মৃতিশক্তি কম।’

তবে সে সময় বাইডেন তার স্মৃতিশক্তি ঠিক থাকার দাবি করেছিলেন।

যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী, দায়িত্ব ছাড়ার পরও সাবেক প্রেসিডেন্টরা কিছু গোয়েন্দা তথ্য পান। নিরাপত্তা ছাড়পত্রের আওতায় তারা প্রবেশ সীমিত থাকা জায়গাগুলোতেও যেতে পারেন।

গতকাল ট্রাম্প তার পোস্টে আরও লিখেছেন, ‘বাইডেন যেন জাতীয় নিরাপত্তা–সংক্রান্ত বিস্তারিত তথ্য না পান, তা নিশ্চিত করার জন্য গোয়েন্দা কর্মকর্তাদের নির্দেশনা দিতে দিতেই বাইডেন তার মেয়াদ পার করেছেন। ’

২০২১ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর পরই সিবিএসকে বাইডেন বলেছিলেন, তিনি মনে করেন ট্রাম্পের গোয়েন্দা তথ্যগুলো পাওয়াটা ঠিক হবে না। ‘অস্থির প্রকৃতির’ ট্রাম্প গোপন তথ্যগুলো অন্যদের দিয়ে দিতে পারেন বলে আশঙ্কা জানান তিনি।

ওই সময় বাইডেন প্রশ্ন তুলেছিলেন, ‘তাকে (ট্রাম্প) গোয়েন্দা তথ্য দেওয়ার কী মূল্য? তিনি কী এমন প্রভাব ফেলবেন, বরং তিনি মুখ ফসকে কিছু বলে ফেলতে পারেন। ’

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

ইসরায়েলি হামলায় রয়টার্স, এপি, আল-জাজিরা ও ইনডিপেনডেন্টের সাংবাদিক নিহত

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

৩০ দিন আটক থাকলেই পদ হারাবেন এমপি-মন্ত্রী—বিল নিয়ে ভারতে উত্তেজনা

ট্রাম্পের মন পেতে মরিয়া জেলেনস্কি, এলেন ফরমাল পোশাকে, বারবার ধন্যবাদ দিলেন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

পুতিন-জেলেনস্কিকে নিয়ে শুক্রবার বৈঠক করতে চান ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।