সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বাংলাদেশে আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির | চ্যানেল খুলনা

বাংলাদেশে আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

পাকিস্তানের বিনোদন অঙ্গনে এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় নাম হানিয়া আমির। সিনেমা, সিরিয়াল, ওয়েব কনটেন্ট কিংবা বিজ্ঞাপন—দেশটির সব মাধ্যমে রাজত্ব করছেন হানিয়া। প্রথমবারের মতো এই জনপ্রিয় অভিনেত্রী আসছেন বাংলাদেশে। সানসিল্ক বাংলাদেশের আয়োজনে বেশ কিছু অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

প্রথমবার বাংলাদেশ সফরের খবরটি নিজেই জানিয়েছেন হানিয়া আমির। সোমবার রাতে তাঁর একটি ভিডিও বার্তা পোস্ট করা হয় সানসিল্ক হেয়ার এক্সপার্টস বাংলাদেশ ফেসবুক পেজে। ভিডিওতে হানিয়া বলেন, ‘হাই বাংলাদেশ, আমি হানিয়া। সানসিল্কের সঙ্গে আমি আসছি ঢাকায়। অনেক মজা হবে, থাকবে কিছু সারপ্রাইজ। দেখা হবে সবার সঙ্গে।’

সানসিল্ক বাংলাদেশ জানিয়েছে, পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দীর্ঘ সময় ধরে কাজ করছেন হানিয়া আমির। সানসিল্ক সম্প্রতি বাজারে এনেছে নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা। এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে তুলতে এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করতে প্রথমবারের মতো ঢাকায় আসবেন হানিয়া আমির।

হানিয়া আমির বাংলাদেশে বেশ কয়েক দিন থাকবেন। সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। তবে কবে ঢাকায় পা রাখবেন হানিয়া, সে ব্যাপারে স্পষ্ট কিছু জানায়নি সানসিল্ক বাংলাদেশ। জানিয়েছে, চলতি সপ্তাহেই আসবেন তিনি। তবে বাংলাদেশি বিজ্ঞাপনী সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তার সূত্রে বেশ কিছু সংবাদমাধ্যম নিশ্চিত হয়েছে, আজ ঢাকায় পৌঁছানোর কথা হানিয়ার। এর আগে হানিয়ার ভিসা নিয়ে কিছু জটিলতা ছিল। সোমবার সেটি সমাধান হওয়ার পরই তাঁর ঢাকা সফরের ঘোষণা দেওয়া হয়।

শোবিজে হানিয়া আমিরের পথচলা শুরু হয় ২০১৬ সালে, ‘জনান’ সিনেমা দিয়ে। সিনেমায় জনপ্রিয়তার সূত্র ধরে টিভি সিরিয়ালে নাম লেখান হানিয়া। ‘তিতলি’, ‘ফির অহি মোহাব্বত’, ‘আনা’, ‘মেরে দোস্ত মেরে ইয়ার’, ‘মেরে হামসাফার’, ‘কাভি ম্যায় কাভি তুম’ সিরিয়ালগুলো তাঁকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শীর্ষে। হানিয়া অভিনীত ‘না মালুম আফরাদ ২’, ‘পারওয়াজ হ্যায় জুনুন’সহ বেশ কিছু সিনেমাও আলোচিত হয়েছে।

হানিয়ার জনপ্রিয়তা পাকিস্তান ছাড়িয়ে পৌঁছে গেছে অন্যান্য দেশেও। এ বছর তাঁর অভিষেক হয়েছে ভারতীয় সিনেমায়। দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে পাঞ্জাবি ভাষার সিনেমা ‘সর্দারজি ৩’-এ অভিনয় করেছেন হানিয়া আমির। গত জুনে মুক্তি পেয়েছে সিনেমাটি।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

হিট নায়িকা হয়েও থাকতেন বস্তিতে, মারা গেছেন সেই বনশ্রী

শহীদ মিনারে ফরিদা পারভীনের মরদেহ, দাফন কুষ্টিয়ায়

আরিয়ানের প্রথম ওয়েব সিরিজে অতিথি চরিত্রে তিন খান

ভেনিসে দ্বিতীয় সেরা পুরস্কার জিতল গাজায় শিশুহত্যা নিয়ে নির্মিত চলচ্চিত্র

তিন দশক পর একসঙ্গে রজনীকান্ত ও মিঠুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।