সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক থাকায় ভারতের উন্নয়ন টেকসই হচ্ছে : মোমেন | চ্যানেল খুলনা

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক থাকায় ভারতের উন্নয়ন টেকসই হচ্ছে : মোমেন

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখায় ভারতের অনেক অর্জন হয়েছে বলে মনে করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে আব্দুল মোমেন। ভারতের অর্জনের উদাহরণ দিয়ে তিনি বলেন, তাঁদের পূর্ব সীমান্ত নিয়ে চিন্তা করতে হয় না। তাঁদের (নিরাপত্তার জন্য) লাখ লাখ কোটি টাকা খরচ করতে হয় না। সুসম্পর্ক থাকার ফলে তাঁদের দেশের উন্নয়ন টেকসই হচ্ছে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (ইআরডিএফবি) এ সভার আয়োজন করে।

এ কে আব্দুল মোমেন বলেন, সুসম্পর্ক হওয়ায় দুই দেশ সীমান্ত সমস্যা মিটিয়ে ফেলতে পেরেছে। এটা কঠিন জিনিস। বিভিন্ন দেশ এটা নিয়ে ঝগড়া-ঝাঁটি করে। দুই দেশের একটা বুলেটও খরচ হয়নি। দুই দেশ সীমানা নির্ধারণ করেছে। পানি ভাগাভাগি হয়েছে। সমুদ্রসীমা নির্ধারণ হয়েছে। এগুলো বড় অর্জন। মোমেন বলেন, ‘আমাদের দেশ থেকে কয়েক লাখ লোক ভারতে সহজে যাচ্ছে চিকিৎসার জন্য। সহজে যাচ্ছে বাজার-টাজার করার জন্য। এটাই তো বড় অর্জন। যদি সম্পর্ক খারাপ থাকত, তাহলে কিন্তু খবর ছিল।’

মোমেন আরও বলেন, দেশের উন্নয়নকে টেকসই করে রাখতে গেলে অবশ্যই বৈশ্বিক সম্পর্ক বন্ধুপরায়ণ হতে হবে। অভ্যন্তরীণ ও আঞ্চলিক স্থিতিশীলতাও দরকার। আমেরিকার সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের এখন উপদেশ নেওয়ার সময় নয়। উপদেশ দেওয়ার সময়।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, মা-মেয়ে আটক

পিরোজপুরে চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের ৪ সদস্য গ্রেফতার

মসজিদে ইমামকে রাখা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশত

পিরোজপুরে মাদকমুক্ত অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

দুর্নীতি সন্ত্রাস ও শোষণ মুক্ত সম্প্রীতির বাংলাদেশ চাই: ডা.শফিকুর রহমান

পিরোজপুরে দুস্থ শিতার্ত মানুষদের জন্য আশা’র পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে কম্বল হস্তান্তর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।