সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বাংলাদেশের খেলা দেখে ক্ষোভ ঝাড়লেন তামিম | চ্যানেল খুলনা

বাংলাদেশের খেলা দেখে ক্ষোভ ঝাড়লেন তামিম

আফগানিস্তানের কাছে হেরে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শেষ করল বাংলাদেশ। সুপার এইটে ওঠার লক্ষ্য নিয়ে চন্ডিকা হাথুরুসিংহের দল ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে পা রেখেছিল। এরপর কোনো ম্যাচ জিতলে সেটিকে বোনাস বলে উল্লেখ করেছিলেন প্রধান এই কোচ। ফলে বাংলাদেশের খেলার ধরনেও যেন সেটাই ফুটে উঠেছে! সেমিফাইনালে ওঠার চেষ্টাটাও ক্রিকেটাররা করেছে কি না তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। সেই দলে যোগ দিলেন ক্ষুব্ধ তামিম ইকবালও।

ইএসপিএন ক্রিকইনফোর এক আলোচনায় তামিম বলেছেন, ‘আসলে কাজটা (ম্যাচ জেতা) কঠিন, আমি কারও দিকে আঙুল তুলব না। দল হিসেবে বাংলাদেশ শুরুতে ভালো করেছিল। সুপার এইটে অত ভালো না করলেও আজ সুযোগ ছিল সেমিফাইনালে যাওয়ার। যদি তারা হেরেও যেত ৩০-৪০ রানে, যদি রান তাড়ার চেষ্টাটাও করত তাহলে সমর্থকরা বুঝতো যে সুযোগ ছিল আমরা চেষ্টা করেছি, পারিনি, সমস্যা নেই।’

সেমিতে উঠতে হলে আফগানদের দেওয়া ১১৬ রানের লক্ষ্য বাংলাদেশকে ১২.১ ওভারে পেরোতে হতো। তবে নাজমুল হোসেন শান্ত’র দল সেমিতে ওঠার চেষ্টা করেনি বলে অভিমত সাবেক এই অধিনায়কের, ‘আমি কিছুটা অবাক হয়েছি যে, এক পর্যায়ে মনে হয়েছে যে তারা রানটা তাড়া করতে না চেয়ে (নির্দিষ্ট ওভারে) ভেবেছে শুধু জেতার চেষ্টা করে দেখি। যা আমার পছন্দ হয়নি। আমি মনে করি, চেষ্টাটা করে দেখো না। হারলে তো হেরে গেলোই, কিন্তু জিততে পারলে এমন কিছু অর্জন করা যাবে যা ইতিহাসে আগে হয়নি।’

তামিম আরও বলেন, ‘বাংলাদেশ পরিষ্কার ধারণা নিয়ে ব্যাট করতে নামে। লিটন (দাস) ভালো করেছে। সে সাধারণত আফগানিস্তানের বিপক্ষে ভালো করে, কারণ সে রশিদকে (খান) ভালোভাবে পড়তে পারে। অতীতেও তার ভালো রেকর্ড আছে। আমার মনে হয় বাংলাদেশ অনেক হতাশ হয়েছে। বাংলাদেশের উচিৎ ছিল রান তাড়া করার চেষ্টা করা (সেমিতে যেতে)। যদি তারা ৭০-৮০ রানেও অলআউট হতো, তাহলেও ম্যাচ হারতোই।’

এমন সুযোগ বারবার আসে না বলেও সতীর্থদের স্মরণ করিয়ে দিলেন তামিম, ‘তাদের সুযোগ ছিল বিশেষ কিছু করার। এসব সুযোগ বারবার আসে না। যখন আপনি সুপার এইটে কোনো ম্যাচ জেতেননি এবং পরে সুযোগ পেয়েছেন শেষ ম্যাচে জিতে সেমিফাইনাল খেলতে। এখানে হয়তো সম্ভাব্য সবকিছুই করার চেষ্টা করবেন আপনি। মনে হচ্ছিল বাংলাদেশ তাড়া করে ফেলবে। মাঝে কিছু ওভারে ব্যাটিংয়ে কম ইন্টেন্ট কাজটা কঠিন করে দেয়।’

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

‘ভারত-পাকিস্তানের কারণেই সব সময় বিপদে পড়ে বাংলাদেশ’

রিয়ালে প্রথমবার ‘চরম বাস্তবতা’ দেখলেন আলোনসো

১৬ দলীয় চাইনিজবার ফুটবল টুর্নামেন্টে মধু ফ্যাক্টরি ইয়ং বয়েজ জয়ী

নেপাল থেকে নিরাপদে ঢাকায় ফিরলেন ফুটবলাররা

বিশ্বকাপ বাছাইয়ে যেতে পাকিস্তানের বিপক্ষেই খেলতে হচ্ছে বাংলাদেশের

বিদায়ী ম্যাচ খেলার পর মেসিকে নিয়ে দুঃসংবাদ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।