সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে-সিটি মেয়র | চ্যানেল খুলনা

বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে-সিটি মেয়র

খুলনা অফিসঃ
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক শিক্ষকদের মানুষ গড়ার কারিগর হিসেবে উল্লেখ করে বলেন, দু’হাজার একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে কর্মপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তাঁরই কর্মপ্রচেষ্টায় বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

সিটি মেয়র আজ রবিবার দুপুরে নগরীর ফুলবাড়িগেট শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে প্রতিষ্ঠান প্রধান/সহকারী প্রতিষ্ঠান প্রধান (এইচআইটি/এএইচআইটি) প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সিটি মেয়র আরো বলেন, বর্তমান সরকারের আন্তরিকতায় শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। নতুন বাজেটেও শিক্ষা খাতে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে শিক্ষক সমাজের প্রতি আহবান জানান।

আইসিটি’র মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্পের আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-ঢাকা ছয়দিন ও বার দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। প্রশিক্ষণে খুলনাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক, মাদরাসা সুপার/অধ্যক্ষ এবং সহকারি শিক্ষক অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সিটি মেয়র প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

টিসার্চ ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো: রেজাউল করিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফুলবাড়িগেট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনিরুল ইসলাম, বিজিবি স্কুলের প্রধান শিক্ষিকা সাবিনা খন্দকার ও পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রফিকুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক বিধান চন্দ্র বিশ্বাস।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

দুর্গা প্রতিমা ভাঙচুর, কলেজ ছাত্রলীগ সভাপতির ভাই গ্রেফতার

পার্বত্য চট্টগ্রামে উত্তেজনাকর পরিস্থিতির বর্ণনা দিল আইএসপিআর

পাইকগাছায় বাঁধ ভেঙে প্লাবিত ১৩ গ্রাম

সারাদেশে বন্যায় ৪ জনের মৃত্যু

ডিআইজি পদে পদোন্নতি পেলেন ৭৩ পুলিশ কর্মকর্তা

ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনায় সফল হবেন : মির্জা ফখরুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।