সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
বরিশাল সমিতি’র সাথে মেয়র প্রার্থী খালেকের মতবিনিময় | চ্যানেল খুলনা

বরিশাল সমিতি’র সাথে মেয়র প্রার্থী খালেকের মতবিনিময়

ঐতিহ্যবাহী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনা’র বিভিন্ন  পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আসন্ন কেসিসি নির্বাচনে আওয়ামী লীগ
মনোনীত মেয়র পদপ্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের এক নির্বাচনী মতবিনিময় সভা খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে ০৩ জুন রাত ৮টায় অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এম এম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী, সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামরুল হক নাসিম এবং প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা। সমিতির সাধারণ
সম্পাদক আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন অনুষ্ঠানের সদস্য সচিব আলহাজ্ব রোটারিয়ান সুলতান হোসেন খান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের আহ্বায়ক সমিতি ও খুলনা জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব অধ্যক্ষ দেলওয়ারা বেগম।
পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও ফুলেল শুভেচ্ছা প্রদানের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাবেক ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কে এম আলম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাঃ নুরুল হক ফকির, সাবেক আনসার এডজুটেন্ট বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা এ্যাড. পারভেজ আলম খান, জাহাঙ্গীর আলম, তসলিম আহম্মেদ আশা, ফারহানা হালিম, আলহাজ্ব কামরুন নাহার হাই, দৈনিক বর্তমান সময়ের সম্পাদক কবির আহম্মেদ, কাউন্সিলর মনিরুজ্জামান, সমিতির নেতা ফিরোজ আলম খান, আলহাজ্ব রোটাঃ আলতাফ হোসেন, মোঃ খলিলুর রহমান, এম এ সালাম, আলহাজ্ব হায়দার আলী হাওলাদার, আব্দুর রাজ্জাক, আলহাজ্ব কামাল হোসেন তালুকদার, হুমায়ুন কবির খান, আলহাজ্ব মুজিবর রহমান খন্দকার, আবুল কালাম কবীর, আলহাজ্ব ইঞ্জিনিয়ার কাজী এনায়েত হোসেন, সেলিম আহমেদ, এ্যাড. শহীদুল ইসলাম, সরদার মিজানুর রহমান, সালাম মোল্লা, মুজিবর রহমান বাবুল, মফিজুর রহমান, মোঃ বাচ্চু মিয়া প্রমুখ। সভা থেকে এক পর্যায়ে সমিতির আজীবন সদস্য যাঁরা কেসিসি নির্বাচনে বিভিন্ন ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন, প্রকৌশলী মাহাবুবুর রহমান শামীম, কাউন্সিলর ডালিম হাওলাদার, তাসলিমা আক্তার লিমা, হোসনে আরা প্রমুখকে পরিচয় করিয়ে দেয়া হয়। সমিতির সহস্রাধিক সদস্য এবং বিপুল সংখ্যক সুধীজনের উপস্থিতিতে মেয়রপ্রার্থী তালুকদার আব্দুল খালেক তাঁর নির্বাচনী বক্তব্য উপস্থাপন করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা জেলা জামায়াতের ইউনিয়ন/টীম সদস্যদের শিক্ষা শিবির

মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান খুলনা মহানগর বিএনপির

বেগম খালেদা জিয়াকে ঢাকায় স্বাগত জানালেন খুলনা বিএনপির নেতৃবৃন্দ

দক্ষিণ জনপদের দক্ষ রাজনীতিক ও সাংবাদিক ছিলেন সৈয়দ ঈসা: মন্টু

তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দদের অভিনন্দন জানিয়ে সুন্দরবন কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দদের অভিনন্দন জানিয়ে কমার্স কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।