সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বনদস্যু করিম শরিফ বাহিনীর দুই সদস্য আটক, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার | চ্যানেল খুলনা

বনদস্যু করিম শরিফ বাহিনীর দুই সদস্য আটক, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

রাত ভর অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের বনদস্যু করিম শরীফ বাহিনীর সক্রিয় ২ সহযোগী আটক করেছে কোস্ট গার্ড। এসময় তাদের আস্তানা থেকে বিপুল পরিমান আগ্নয়াস্ত্র, গুলী ও অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৬ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানান, গোপন সংবাদের ভিত্তিতে (০৫ মে) সোমবার সন্ধা রাতে কোস্ট গার্ড মোংলা পশ্চিম জোনের একটি দল সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আদাছগী এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় সুন্দরবন জেলে বাওয়ালীদের কাছে মুর্তিমান আতংক দুর্ধর্ষ বনদস্যু করিম শরিফ বাহিনীর অন্যতম দুই সহযোগী মোঃ সাদ্দাম খান (২০) এবং আব্বাস মোল্লা (৪০) কে আটক করা হয়।

পরে ওই এলাকা বনদস্যুদের আস্তানায় তল্লাশী করে ২টি একনলা বন্দুক, ১টি শর্ট গান, ১টি খেলনা বন্দুক, অস্ত্র তৈরীর সরঞ্জামাদি, ২৩ রাউন্ড তাজা কার্তুজ, ২০৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৯টি দেশীয় অস্ত্র, ৪ টি কুড়াল, ৭টি করাত, ১০টি রড, ৫টি হাতুড়ি, ১টি সোলার, ২৮টি মোবাইল, ১১টি ওয়াকি টকি চার্জার এবং ২টি কাঠের নৌকা সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটককৃত বনদস্যুরা বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বাসিন্দা বলে জানাগেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত দস্যুরা দীর্ঘদিন যাবৎ কুখ্যাত বনদস্যু করিম শরীফের সঙ্গে মুক্তিপনের দাবীতে জেলে অপহরণ, জেলে বহরে লুটপাট, ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে সহযোগিতা করে আসছিল বলে জানায় কোস্ট গার্ড।

মোংলা কোস্ট গার্ডের চীফ স্টাফ অফিসার কমান্ডার সঞ্জীব কুমার দে বলেন, কোস্ট গার্ডের এধরনের সাড়াঁশি অভিযানের ফলে সুন্দরবন অঞ্চল ধীরে ধীরে বনদস্যুরা আতংঙ্কিত হয়ে পরেছে। এই অভিযানের মাধ্যমে উপকূলীয় এলাকার জেলে ও মাছ শিকারীরা এখন নির্বিঘ্ন ও নিরাপদে তাদের জীবিকা নির্বাহ করতে পারছেন। দস্যুরা জেলেদের অপহরণ করলেও জিম্মি রাখতে ভয় পাচ্ছে এবং ছেড়েও দিচ্ছে বলে জেলেদের বরাত দিয়ে জানসায় সে। পুরো সুন্দরবনে বর্তমানে এখন ৬/৭টি বাহিনী জেলেদের অপহরণ, লুটপাট, হামলা, মারধর, জেলে ও মৌয়ালদের জিম্মি করা, মুক্তিপন আদায় সহ বিভিন্ন কর্মকান্ড চালাচ্ছে দস্যুরা। তাই সুন্দরবনকে দস্যু মুক্ত করতে আমাদের টিম সর্ব ক্ষনিক কাজ করে যাচ্ছে।

এছাড়া, বাংলাদেশ কোস্ট গার্ড আইনশৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম এবং বিশেষ অভিযান অব্যাহত রেখেছে, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় এ কর্মকর্তা।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক

ফকিরহাটে ডেঙ্গু নিরসনে ফগার ও অসহায় নারীদের সেলাই মেশিন বিতরণ

ফকিরহাটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

শ্রদ্ধা ও স্মরণ সভার মধ্য দিয়ে শিক্ষিকা তৃপ্তি রানী বিশ্বাসের প্রথম প্রয়াণ দিবস পালিত

সুন্দরবনের জলদস্যু বাহিনীর প্রধান রাঙ্গা অস্ত্র ও গুলিসহ আটক

ফকিরহাটে পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুর মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।