সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরে জড়িতদের দ্রুত বিচার দাবি | চ্যানেল খুলনা

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরে জড়িতদের দ্রুত বিচার দাবি

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে কুষ্টিয়া জেলা সমিতি ঢাকা। নেতারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ একক অস্তিত্ব। সেই বঙ্গবন্ধুর সম্মান রক্ষা করা সাংবিধানিক দায়িত্ব। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে কুষ্টিয়া জেলা সমিতি ঢাকা আয়োজিত মানববন্ধনে নেতারা এ দাবি জানান।

বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায় বা দলের নন; তিনি সমগ্র দেশ ও জাতির। তাই তাকে নিয়ে বিরাধিতা করা রাষ্ট্রদ্রোহিতার শামিল। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে অনাহুত বিতর্ক তৈরি করে বর্তমানে দেশে উন্নয়নের চলমান ধারাকে ব্যাহত করারই চক্রান্ত চলছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের মাধ্যমে মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠী ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে মন্তব্য করেন সমিতির নেতারা।

তারা আরও বলেন, জাতির পিতার ভাস্কর্য ভাংচুরে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ঐক্যবদ্ধভাবে মৌলবাদী, ধর্মান্ধ, সাম্প্রদায়িক ও উগ্রপন্থী গোষ্ঠীকে রুখে দিতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন- কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি এমএ সালাম, মহাসচিব রবিউল ইসলাম, সহ-সভাপতি আবদুল রাজ্জাক, নির্বাহী পরিষদ সদস্য আবদুর রউফ, সাবেক সভাপতি আক্তার-উজ- জামান প্রমুখ।

একই বিষয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে জনপার্টি নামের আরেকটি সংগঠন। পার্টির চেয়ারম্যান হৃদয় চৌধুরী বলেন, ভাস্কর্য-স্মৃতিস্তম্ভ এসব দেশের ইতিহাস-ঐতিহ্যের অংশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান স্বাধীনতার স্থপতি ও বাংলাদেশ বিনির্মাণের প্রধান পৃষ্ঠপোষক। তার ভাস্কর্য নতুন প্রজন্মের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেয়। তারা বলেন, তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে আইনি ব্যবস্থা নিতে হবে। তা না হলে জন পার্টির পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন তিনি।

https://channelkhulna.tv/

কুষ্টিয়া আরও সংবাদ

চীনের শি জিং কুষ্টিয়ার কলেজছাত্রীর টানে এসে হলেন সোহান

কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

বিএনপি কর্মী কুদরত হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো কুষ্টিয়ার সাবেক এসপিকে

কুষ্টিয়ায় কারখানা বন্ধে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

গ্রেপ্তারের পর সাময়িক বরখাস্ত কুষ্টিয়ার সাবেক এসপি তানভীর

দৌলতপুরে পদ্মার চরে যুবককে গুলি করে হত্যা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।