সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
ফুলতলার আল হেরা আদর্শ মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী | চ্যানেল খুলনা

ফুলতলার আল হেরা আদর্শ মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে নৈতিক শিক্ষার সমন্বয় না হলে সে মানুষ কখনো প্রকৃত মানুষ হিসেবে বিবেচিত হতে পারে না। আমাদের দেশে শিক্ষিত মানুষের কোন অভাব নেই, অভাব রয়েছে নৈতিক ও চারিত্রিক গুণাবলী সম্পন্ন মানুষের। শুধুমাত্র চারিত্রিক ও নৈতিকতা গুণাবলী না থাকায় উচ্চ পদস্থ অনেক শিক্ষিত মানুষ এ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। মন্ত্রী, এমপি থেকে শুরু করে প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা-কর্মচারীরা দেশটাকে দূর্নীতির আখড়ায় পরিণত করেছে। সুতরাং এ দেশটাকে গড়তে হলে আমাদের সন্তানদের কুরআন ও সুন্নাহর আলোকে নৈতিক মানসম্পন্ন মানুষ রূপে গড়ে তুলতে হবে যারা দূর্নীতিকে, অসততা কে না বলবে, সুদ, ঘুষ, যিনা ব্যাভিচার থেকে নিজেদের রক্ষা করবে। আর এটা সবচেয়ে ভালোভাবে সম্ভব হয় মাদরাসার শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে। তিনি আরো বলেন, যে জাতি যত বেশি নৈতিক শিক্ষায় শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। আমাদের পরে স্বাধীনতা লাভকারী অনেক রাষ্ট্র শুধু নৈতিক শিক্ষা লাভের মাধ্যমে এখন উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। স্বাধীনতার ৫৪ বছরে আজও আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রনয়ন করতে পারি নাই যার মাধ্যমে জাতি একই সাথে সৎ, যোগ্য ও দক্ষ রূপে নিজেকে গড়ে তুলতে পারে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০ টায় ফুলতলার আল হেরা আদর্শ মাদরাসা আয়োজিত বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্যা, ফুলতলা উপজেলা আমীর অধ্যাপক আব্দুল আলীম মোল্যা। মাদরাসা পরিচালনা পর্ষদের সেক্রেটারি সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা প্রেসক্লাব ফুলতলার সভাপতি শামসুল আলম খোকন, দামোদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জি. শাব্বির আহমদ, প্রতিষ্ঠান প্রধান মো. রানা হাসান, ইউপি সদস্য মো. শামীম সরদার, পরিচালনা পর্ষদের সহ-সভাপতি আব্দুল মজিদ মোল্লা, মো. রুহুল কুদ্দুস লষ্কর, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাছুম বিল্লাহ, দাতা সদস্য মো. গোলাম মোস্তফা গাজী, প্রভাষক খায়রুজ্জামান সরদার, শিক্ষক হাফেজ মাওলানা রেজোয়ানুল হক, মো. মঈন উদ্দিন গাজী, হাফেজ রাজিবুল ইসলাম, অনারারি ক্যাপ্টেন মো. আবুল কাশেম, আবু জাফর মিনা, মো. সেলিম জমাদ্দার, মো. আসলাম সরদার প্রমুখ। পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সেক্রেটারি জেনারেল আরও বলেন, এখন সময় এসেছে আগামী নির্বাচনে আপনারা যদি সৎ, যোগ্য, আল্লাহভীরু লোকদের নির্বাচিত করে সংসদে পাঠাতে পারেন, তাহলে তারা বিদ্যমান শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে জাতির জন্য উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে একটি প্রয়োজনীয় যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে পারবে যার মাধ্যমে আমাদের আগামী প্রজন্ম সৎ, নৈতিক ও দক্ষ রূপে গড়ে উঠবে। আল হেরা আদর্শ মাদরাসায় শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা কুরআন ও হাদিসের আলোকে নিজেদেরকে সৎ, নৈতিক ও যোগ্য রূপে গড়ে তুলতে পারবে আখ্যা দিয়ে এসময় তিনি মাদরাসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং শিক্ষকমন্ডলী ও পরিচালনা পর্ষদের সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

এর আগে সকাল ৮টায় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার খানজাহান আলী থানা জামায়াত আয়োজিত দ্বায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন। থানা আমীর ডা. সৈয়দ হাসান মাহমুদ টিটোর সভাপতিত্বে ও সেক্রেটারি গাজী মোর্শেদ মামুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ আমিনুল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য আমীর হামজা, আবুল কালাম আজাদ প্রমুখ। এ সময় মিয়া গোলাম পরওয়ার বলেন, বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করে একটা সুশাসন এবং ক্ষমতার ভারসাম্যপূর্ণ, দূর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও জনগণের অধিকার সংরক্ষিত করে এমন একটি রাষ্ট্র কাঠামো রাজনৈতিক দলগুলোর সম্মিলিত প্রস্তাবের মধ্য দিয়ে যে কাঠামো তৈরি হয়েছে যেটা জুলাই সনদ নামে জাতির কাছে গৃহীত হয়েছে এবং যেটা আগামী নির্বাচনে গণভোটের জন্য জনগণের কাছে পেশ হতে যাচ্ছে এই গণভোটে জনগণকে হ্যাঁ কে জয়যুক্ত করার জন্য আহবান জানান। হ্যাঁ কে জয়যুক্ত করা মানে হলো দূর্নীতিকে না বলা, ফ্যাসিবাদকে না বলা, দলীয়করণকে না বলা, ভিন্নমতের প্রতি দমনপীড়নকে না বলা, বিচার, ভোটাধিকার, গণতান্ত্রিক ও আইনের শাসনের পক্ষে হ্যাঁ বলা। ফলে আগামী দিনে বৈষম্যহীন ও দূর্নীতি মুক্ত একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে দেশবাসীকে হ্যাঁ এর পক্ষে ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি।

বেলা ১১টায় ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড জামায়াত আয়োজিত পুরুষ ও মহিলা সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং ওয়ার্ড সেক্রেটারি নিজাম উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্লা, ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসেন, উপজেলা নায়েবে আমীর গাজী সাইফুল্লাহ, সেক্রেটারি মাস্টার আব্দুর রশীদ বিশ্বাস, ইউনিয়ন আমীর মাস্টার মোস্তাক আহমেদ চৌধুরী, অধ্যক্ষ আব্দুল মতলেব সরদার, মাওলানা আব্দুল মালেক, প্রধান শিক্ষক কামরুজ্জামান বিশ্বাস, জাকির হোসেন প্রমূখ। বিকেলে গুটুদিয়া ইউনিয়নের লাইন বিলপাবলায় সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েট অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত

ডুমুরিয়া ও ফুলতলায় ওয়ার্ড প্রতিনিধি সভায় গোলাম পরওয়ার

নির্বাচনকেন্দ্রিক আইন-শৃংখলা স্বাভাবিক রাখতে পুলিশের নিরপেক্ষ ভূমিকা চাই: গোলাম পরওয়ার

খুলনা-৪ আসনে মাওলানা সাখাওয়াত হোসাইন এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

কুয়েটে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ইআইসিটি-২০২৫’ অনুষ্ঠিত

খুলনায় জামায়াতের যুববিভাগের ৩২ দলীয় ডে নাইট শর্ট পিস ক্রিকেটের উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।