সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ফুলতলায় শহীদ জিয়ার জন্মবার্ষিকীর আলোচনায় মনিরুজ্জামান মন্টু | চ্যানেল খুলনা

ফুলতলায় শহীদ জিয়ার জন্মবার্ষিকীর আলোচনায় মনিরুজ্জামান মন্টু

খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গে বলিষ্ঠ নেতৃত্বে যুদ্ধ করা মেজর জিয়াউর রহমানের জন্য সামরিক আইনে নিশ্চিত ছিল মৃত্যু; যদি এ দেশ স্বাধীন না হতো। দিশাহারা জাতির ক্রান্তিকালে বারবার জীবনবাজী রেখে সংকট মোকাবেলায় জিয়াউর রহমান বাংলাদেশের ভূ-খন্ডে অদ্বিতীয় স্বদেশ প্রেমিক। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌম্যত্ব ও বহুদলীয় গণতন্ত্র সুরক্ষায় শহীদ জিয়াউর রহমান, অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া একই সূত্রে গাঁথা। তাই তাদের মতো করে নিঃস্বার্থভাবে বাংলাদেশকে ভালোবাসতে এবারের নির্বাচনে ‘ধানেরশীষ’ প্রতীককে নির্বাচিত করতে হবে। পলাতক ফ্যাসিষ্টের রেখে যাওয়া বিধ্বস্ত স্বদেশ শুধু মাত্র বিএনপি’র হাতেই নিরাপদ।

মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এঁর ৯০তম জন্মবার্ষিকীর আয়োজনায় এসব কথা বলেন তিনি। গতকাল সোমবার বিকালে ফুলতলা উপজেলা বিএনপি’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন মনিরুজ্জামান মন্টু। উপজেলা বিএনপি’র আহবায়ক ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশারের সভাপতিত্বে সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটোর সঞ্চালনা করেন।

বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু আরও বলেছেন, স্বাধীনতা-উত্তর বাংলাদেশের রাজনীতির চরম অধঃপতনের সময়ে মহান দেশপ্রেমের আলোকবর্তিকা নিয়ে আবির্ভূত হয়েছিলেন জিয়াউর রহমান। দেশের নেতৃত্ব গ্রহণের পর জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যেই ১৯দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে তলাবিহীন ঝুড়ির বদনামমুক্ত করে বাংলাদেশকে বিশ্বের বুকে সম্মানের আসনে অধিষ্ঠিত করেছিলেন। তাঁর রেখে যাওয়া স্বপ্ন পূরণের দায়িত্ব আমাদের। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে জনগনের, বৈসাম্যহীন বাংলাদেশ হবে সবার।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বিএনপি নেতা কাজী আনোয়ার হোসেন বাবু, মোল্যা মনিরুল ইসলাম, জামাল হোসেন ভূইয়া, মো. ইব্রাহিম সরদার, মোতাহার হোসেন কিরণ, আনিচুর রহমান পলাশ, শেখ মহিউদ্দিন, কবির জমাদ্দার, শরিফুল ইসলাম, মো. ইদ্রিস মোল্যা, পিন্টু জমাদ্দার, আ. রহিম গাজী, মো. টিটু জমাদ্দার, মো. তরিকুল ইসলাম, মো. রউফ গাজী ও জিএম হারুন অর রশীদ প্রমুখ। পরে বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত চেয়ারপার্সন আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাঁদের কণিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

ফুলতলায় শহীদ জিয়ার জন্মবার্ষিকীর আলোচনায় মনিরুজ্জামান মন্টু

খুলনায় অসুস্থ কবি আব্দুল হাই সিকদার, হাসপাতালে ভর্তি

দিশেহারা জাতির কাণ্ডারী হিসেবে আবির্ভূত হয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

খুলনায় স্বপ্নপূরীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ জিয়া ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক

হিজড়াদের সমাজে বোঝা নয় সম্পদে পারিণত করতে হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।