
গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনি সাংবাদিকদের বহু আত্মীয় স্বজনকে হত্যা করেছে ইসরায়েল। ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়নের তথ্য অনুযায়ী, এ সংখ্যা ৭০৬ জন।
ইউনিয়নের ফ্রিডমস কমিটি এক প্রতিবেদনে জানায়, ফিলিস্তিনি সাংবাদিকদের কণ্ঠরোধ করার জন্য ইসরায়েল পরিকল্পিতভাবে এসব হত্যাকাণ্ড চালিয়েছে। তারা এখনো সাংবাদিকদের পরিবারকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। তারা চায় সাংবাদিকরা ফিলিস্তিন নিয়ে প্রতিবেদন প্রকাশ করা বন্ধ করুক।
সাংবাদিক ইউনিয়ন জানায়, এসব মৃত্যু হামলার পার্শ্বপ্রতিক্রিয়া নয়। বরং পরিকল্পনার প্রতিফলন। সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েলি সহিংসতা এখন আরও বিপজ্জনক ও নৃশংস রূপ নিয়েছে। যার মূল্য দিতে হচ্ছে তাদের সন্তান, স্ত্রী ও মা-বাবাকে।
ফ্রিডমস কমিটির প্রধান মুহাম্মদ আল-লাহহাম বলেন, ফিলিস্তিনি কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টায় সাংবাদিকদের পরিবারের রক্ত সাক্ষী হয়ে থাকবে।
সাংবাদিকদের সিন্ডিকেটটি তাদের প্রতিবেদনে সাম্প্রতিক একটি ঘটনার উদাহরণ দিয়েছে। বলা হয়েছে, সম্প্রতি খান ইউনিসের কাছে সাংবাদিক হিবা আল-আবাদলা, তাঁর মা এবং আল-আস্তাল পরিবারের প্রায় ১৫ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে ইসরায়েলি বিমান হামলায় তাদের বাড়ি ধ্বংস হয়েছিল।
স্বজনদের পাশাপাশি গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ২৭৮ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ২৭৩ জন ফিলিস্তিনি। তিনজন লেবানিজ ও দুজন ইসরায়েলি।


