সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ আরব আমিরাত যুবারা | চ্যানেল খুলনা

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ আরব আমিরাত যুবারা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল পাকিস্তান যুবারা। এবার সেই পাকিস্তানকে বিদায় করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাত। দ্বিতীয় সেমিতে পাক যুবাদের ১১ রানে হারিয়েছে আমিরাত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।শুক্রবার (১৫ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত। স্বাগতিক দেশের ১৯৪ রানের টার্গেটে ১৮২ রানে গুটিয়ে যায় পাক যুবারা।

১৯৪ রান তাড়া করতে নেমে শূন্য রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ২২ রানের মাথায় বিদায় নেন আরেক ওপেনার শাহজাইব খান। তৃতীয় উইকেটে ৮৩ রানের জুটিতে পাকিস্তানকে জয়ের পথে রাখেন আজান আওয়াইস এবং সাদ বেগ। মাত্র ২২.৪ ওভারে ৩ উইকেটে ১০৫ রান সংগ্রহ করে ফেলে পাকিস্তান যুবারা। কিন্তু এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ইনিংস।

১০৫ রানে ৩ উইকেট থেকে ১২১ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ফেলে তারা। দুই রানের ব্যবধানে আউট হন অধিনায়ক সাদ বেগ এবং আজান আওয়াইস। তারা য়থাক্রমে ৫০ ও ৪১ রানের ইনিংস খেলেন। এই ঝড় সামলে শেষের দিকের ব্যাটারদের দৃঢতায় আবার লড়াইয়ে ফেরে পাকিস্তান। কিন্তু ১৬৫ রানে অষ্টম উইকেট হারালে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। শেষ ওভারে ১২ রান দরকার পড়ে পাকিস্তানের। আয়মান আহমেদ শেষ ওভারের ২টি উইকেট তুলে নিয়ে দলকে ফাইনালে পৌঁছে দেন।

এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতয় সংযুক্ত আরব আমিরাত। ৮৯ রানের ভিতরে ৫ উইকেট হারায় স্বাগতিক দেশ। কিন্তু সাত নম্বরে ব্যাট করতে নামা আয়ান আফজাল খানের হাফসেঞ্চুরিতে ১৯৪ রান সংগ্রহ করে আরব আমিরাত।

৭টি চারের সাহায্যে ৫৭ বলে ৫৫ রানের ইনিংস খেলেছেন আমিরাত অধিনায়ক। পাকিস্তান যুবাদের হয়ে ৪৪ রানে ৪ উইকেট নেন উবাইদ শাহ।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

দিঘলিয়ায় আরাফাত রহমান কোকো হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত

ক্রীড়ামোদী দর্শকের স্বতস্ফূর্ত উচ্ছ্বাসে মাতলো জেলা স্টেডিয়াম

ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল: চূড়ান্ত পর্বের টিকিট পেল খুলনা বিশ্ববিদ্যালয়

ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা টুকুন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

তালায় আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের দেবু সরকার ক্লাব বিজয়ী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।