
ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনিতে মো. শাহীন (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত দুইটার দিকে জেলার নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের দেবীনগর এলাকায় এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
নিহত শাহীন নগরকান্দা উপজেলার গজগাহ গ্রামের মো. মোস্তফার ছেলে। আর আহত তিনজন হলেন- নগরকান্দা উপজেলার শ্রিংগাল গ্রামের জাকির মাতব্বরের ছেলে মো. পারভেজ (১৮), মশাউজান গ্রামের মোস্তফা শেখের ছেলে মো. সুমন শেখ (২৫), গজগাহ গ্রামের পিরা সরকারের ছেলে মো. এনামুল (২৫)।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রেজাউল করিম একজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, রাত দুটার দিকে নগরকান্দা উপজেলা রামনগর ইউনিয়নের দেবীনগর সার্বজনীন পূজা মন্দিরের সামনের রাস্তায় বেশ কয়েকজন লোক হাঁটাচলার সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাদের পরিচয় জিজ্ঞাসা করে এবং চোর বলে চিৎকার দেয়। এ সময় দুই গ্রামের লোক তাদেরকে ধাওয়া দিলে একজন পালিয়ে যায়। বাকি ৪ জনকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে শান্ত করে। এ সময় গুরুতর আহত শাহীনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজনকে পুলিশ হেফাজতে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এই ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।


