
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা শেখ ওয়াহিদুজ্জামান বাবু (৫১) কে গ্রেপ্তার করেছে। তাকে সোমবার রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর জানান, বিশেষ অভিযানে ফকিরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান বাবুকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে ফকিরহাট থানায় একটি নাশকতা মামলা রয়েছে। তাকে মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।


