সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
ফকিরহাটে একই রাতে দুটি মৎস্য ঘেরে বিষ দিয়ে মাছ চুরি | চ্যানেল খুলনা

ফকিরহাটে একই রাতে দুটি মৎস্য ঘেরে বিষ দিয়ে মাছ চুরি

oppo_2

বাগেরহাটের ফকিরহাটে একই রাতে দুটি মৎস্য ঘেরে বিষ দিয়ে মাছ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতের কোন এক সময় চোরেরা এ ঘটনা ঘটিয়েছে। এতে ঘের মালিকদ্বয়ের ৭ লাখ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষত্রিগ্রস্থ মৎস্য ঘের মালিকরা জানান, উপজেলার সদর ইউনিয়নের সিংগাতী এলাকায় কয়েক বছর ধরে পাশাপাশি দুটি ঘেরে মাছের চাষ করে আসছেন সাতশৈয়া এলাকার শেখ মুনছুর আলীর পুত্র শেখ মনিরুল ইসলাম ও শেখ আ: হামিদের পুত্র শেখ আ: হাই বাচ্চু। পাশাপাশি ঘের হওয়ার তারা দুজন রাতে ভাগাভাগি করে ঘের পাহারা দিয়ে থাকেন।

কিন্তু ঈদের ব্যস্ততা ও শারিরীক অসুস্থতার কারণে মঙ্গলবার রাত ১১টার পর তারা কেহ ঘের পাহারায় যাননি। এ সুযোগে রাতে চোর চক্রটি দুটি ঘেরে বিষ দিয়ে সাদা ও চিংড়ি মাছ চুরি করে নিয়ে গেছে। এছাড়া গৈয়ে অবশিষ্ট যে মাছ ছিল সব বিষের প্রভাবে মারা গেছে ও নষ্ট হয়ে গেছে।

ঘের মালিক মনিরুল ইসলাম জানান, বুধবার (২ এপ্রিল) সকাল ১১টার দিকে তিনি ঘেরে গিয়ে দেখতে পান তার ঘেরের মাছ মরে ভেসে উঠেছে। এরপর জাল টেনে দেখেন চিংড়ি সহ বড় সাইজের সাদা মাছগুলো নেই। ঘেরে ভেসে থাকা অবশিষ্ট মাছগুলো জাল দিয়ে টেনে তুলে বিক্রির জন্য তুলে বাজারে পাঠিয়েছেন। ঘেরে বিষ দেওয়ার ফলে তার প্রায় ৪লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান।

পার্শ্ববর্তী ঘের মালিক হাই বাচ্চুর ঘেরে একই অবস্থা। তিনি বলেন, তার প্রায় ৩লাখ টাকার ক্ষতি হয়েছে। দুটি ঘেরের ভেড়ীর উপর একটি বিষের খালি বোতল পাওয়া গেছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, দুটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগের ঘটনাটি তিনি জেনেছেন। তবে এখনো পর্যন্ত কেউ অভিযোগ করতে আসেনি। ক্ষতিগ্রস্থ ঘের মালিকরা লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোল্লাহাটে নিরাপত্তার চেয়ে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন

চিতলমারীতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মোংলা নদীর ত্রিমোহনায় ভাসমান অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ফকিরহাট পরিবহনের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

মোংলার ফের হরিণের চামড়াসহ ২৪ কেজি মাংস উদ্ধার, নৌকা জব্দ

চিতলমারীতে শেরে বাংলা কলেজ শিক্ষকদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।