সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রাথমিকে বহিষ্কৃতদের পরীক্ষা শুরু ২৪ ডিসেম্বর | চ্যানেল খুলনা

প্রাথমিকে বহিষ্কৃতদের পরীক্ষা শুরু ২৪ ডিসেম্বর

চ্যানেল খুলনা ডেস্কঃহাই কোর্টের নির্দেশনা অনুযায়ী এবারের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে বহিষ্কার হওয়া দুই শতাধিক শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হবে আগামী ২৪, ২৬ ও ২৮ ডিসেম্বর। পঞ্চমের সমাপনীতে বহিষ্কৃত শিক্ষার্থীদের জন্য নতুন এই পরীক্ষাসূচি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তা সব জেলা প্রশাসক (ডিসি) এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠিয়েছে।
আগামী ২৪ ডিসেম্বর সকালে ইংরেজি, বিকেলে প্রাথমিক বিজ্ঞান, ২৬ ডিসেম্বর সকালে বাংলা, বিকেলে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ২৮ ডিসেম্বর সকালে গণিত, বিকেলে ধর্ম নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
আর ইবতেদায়ী সমাপনীতে ২৪ ডিসেম্বর সকালে ইংরেজি, বিকেলে আরবি, ২৬ ডিসেম্বর সকালে বাংলা, বিকেলে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২৮ ডিসেম্বর সকালে গণিত, বিকেলে কুরআন মজিদ ও তাজবিদ এবং আকাইদ ও ফিকাহ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
সকালের পরীক্ষা ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকালের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী ৩১ ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হবে।
নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থী যে পরীক্ষায় বহিষ্কৃত হয়েছে সেই পরীক্ষাসহ পরবর্তী সব পরীক্ষায় অংশ নিতে পারবে। এই পরীক্ষা নেওয়ার জন্য বিশেষ প্রক্রিয়ায় প্রশ্ন প্রণয়ন করে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে অনলাইনে পাঠাতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা উত্তরপত্র মূল্যায়নে জন্য সংশ্লিষ্ট পরীক্ষকদের সমন্বয়ে একটি প্যানেল তৈরি করবেন। সেই প্যানেল প্রতিদিনের পরীক্ষা শেষ হওয়ার পর ওই দিনই উত্তরপত্র মূল্যায়ন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনলাইন সিস্টেম আইএমইডিতে পাঠাবেন।
গত ১৭ থেকে ২৪ নভেম্বর এবারের প্রাথমিক সমাপনী পরীক্ষা চলাকালে প্রায় দুইশ’ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়, যারা আদালতের নির্দেশে নতুন করে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে। বরাবরের মতই বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা এ পরীক্ষায় অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।