 খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব সময় দুর্গত মানুষের পাশে আছে এবং দুর্যোগে দুর্বিপাকে আওয়ামী লীগ মানুষের পাশে থাকবে।
খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব সময় দুর্গত মানুষের পাশে আছে এবং দুর্যোগে দুর্বিপাকে আওয়ামী লীগ মানুষের পাশে থাকবে।
তিনি আরও বলেন, করোনায় মহামারীতে তেরখাদা, রূপসা ও দিঘলিয়া উপজেলায় ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র মাধ্যমে অক্সিজেন ব্যবস্থা, করোনা রোগীদের চিকিৎসা সেবা সহ অসহায়দের খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।
‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র আয়োজনে সোমবার তেরখাদা উপজেলা সদরের কাটেংগা বাজার এলাকায় মাস্ক বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃৃতায় তিনি এসব কথা বলেন।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তির সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের সাবেক ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ আব্দুর রাজ্জাক রাজা, আজগড়া ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ বাদশা মল্লিক, আ’লীগ নেতা বাছিতুল হাবিব প্রিন্স, আরিফুজ্জামান অরুন, শেখ শারাফাত হোসেন, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার যুবলীগ নেতা সামছুল আলম বাবু, এমপির প্রতিনিধিদ্বয় কাজী আক্তার হোসেন ও মোল্যা নিজাম উদ্দিন, মোঃ আরিফ হোসেন, মোঃ জাহিদুল মৃধা, মোঃ বাদশা মীর, খান ফরাদুজ্জামান সুমন, মোঃ আকিজ উদ্দিন, শেখ হুসাইন আহম্মেদ, শেখ মোঃ আনারুল ইসলাম, আশিকুজ্জামান শোভন প্রমূখ।
এদিকে খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের তালিমপুর গ্রামের এক অসহায় পরিবারের মেয়ে ভাবনা। দীর্ঘদিন যাবত টাকার অভাবে স্বামী সঞ্জয় তার স্ত্রী’র জরায়ুর টিউমার অপারেশন করাতে পারছিলেন না। ডাক্তার বলেছেন টিউমার অপারেশনটি দ্রুত না করালে পরবর্তীতে আরও সমস্যা হতে পারে।
কোন কুল-কিনারা না পেয়ে ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র কাছে আসলে, তারা বিষয়টি খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ও তার সহধর্মিণী এনভয় গ্রুপের পরিচালক মিসেস সারমিন সালামকে জানালে, তাৎক্ষণিক ভাবে ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র সদস্যদের মাধ্যমে রোববার তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন এবং পরবর্তীতে তার টিউমার অপারেশনের সকল ব্যয়ভার বহনের আশ্বাস দেন।-খবর বিজ্ঞপ্তি



 
																