সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রতিবন্ধী নারীদের নিয়ে ‘সোশালিকা’র পিরিয়ড কালীন সচেতনতা বিষয়ক সেমিনার | চ্যানেল খুলনা

প্রতিবন্ধী নারীদের নিয়ে ‘সোশালিকা’র পিরিয়ড কালীন সচেতনতা বিষয়ক সেমিনার

চ্যানেল খুলনা ডেস্কঃ জন্মগত বা পারিপার্শ্বিক ভাবে শারীরিক অক্ষমতার শিকার  মানুষগুলোর গল্প কেউ জানতেই চায় না। করোনা সংকটকালীন সময়ে তাই শ্রেণিপেশার উর্ধ্বে গিয়ে প্রতিবন্ধী নারীদের প্রতি সহায়তার হাত বাড়িয়েছি আমরা সোশালিকা। বরাবরের মতো এবার ও আমরা নিয়েছি ব্যতিক্রমধর্মী উদ্যোগ।
সাধারণ দিনেই যাদের খোজ নেওয়া হয় না – বর্তমান সময়ে এই সংকটাপন্ন অবস্থায় প্রতিবন্ধী মানুষজন কেমন আছেন? কখন কি ভেবে দেখেছি? এই লকডাউনে তাদের কি অবস্থা! সামাজিক দিক দিয়ে সমাজে তাদের গ্রহনযোগ্যতা অনেক কম বলে তারা নিজেদেরকে  আলাদা সমাজে গন্ডিবদ্ধ করে রেখেছে। তাই সাধারণ সমাজের কাছে  তারা হাত বাড়াতেও পারছেনা, সমাজ থেকেও যেন মানসিক ভাবে অনেক দূরে তাদের বাস।
করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের পরও বিভিন্ন স্তরের নারীদের নিয়ে দেশব্যাপী কাজ করে চলেছে ‘সোশালিকা’। তারই অংশ হিসেবে সোমবার  ১ জুন ‘সোশালিকা’ এর স্বেচ্ছাসেবকরা আয়োজন করেছিলেষ “প্রতিবন্ধী নারীদের জন্য পিরিয়ড কালীন সচেতনতা মুলক অনলাইন সেমিনার” ।
স্পিকার হিসেবে সেখানে ছিলেন ডাঃ ফারজানা খানম। সেখানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্তের প্রতিবন্ধী নারী এবং সাধারণ নারীরা। তারা সেখানে সামনাসামনি তাদের সমস্যার কাছে বিষেজ্ঞের কাছে জানান এবং পরামর্শ নেন। তাদের এই সেমিনারে সহযোগি হিসেবে ছিল বেস্ট এইড, With She, স্কুল অফ মাইন্ড লাইট সহ, হিউম্যানটরিয়ান এইড, ইআইইএ- ইনশিওরিং ইনক্লুসিভ এডুকেশন ফর অল, ডু ফর শী, মনের স্কুল, লেটস হিল বাংলাদেশ সহ আরো বেশ কিছু অর্গানাইজেশন।
প্রায় দেড় ঘন্টার এ সেশনে স্পিকার ফারজানা খানম মিন্সট্রুয়াল হাইজিন এর বিভিন্ন দিক তুলে ধরেন।কি করা উচিত এবং কি করা উচিত না পিরিয়ড কালীন সময়ে তা নিয়ে কথা বলেন।এরপর অংশগ্রহণ কারী নারীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন যার সঠিক দিকনির্দেশনা ডাঃ ফারজানা খানম তাদের দিয়ে দেন।
এছাড়া শারীরিক ভাবে প্রতিবন্ধী যারা তাদের বিষয়েও বিভিন্ন দিকনির্দেশনা এই সেমিনারে উঠে আসে।

সোশালিকা বিশ্বাস করে নারীদের জন্য নিরাপদ বিশ্বের।ভবিষ্যতে যাতে আর কোন নারীকে মেন্সট্রুয়াল হাইজিন এর জ্ঞান এর অভাবে জরায়ু ক্যান্সার সহ বিভিন্ন জটিলতায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করতে না হয় সে বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞা তারা।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

ফুলবাড়ীগেট বাজার ব্যবসায়ীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খুলনায় যুব কাউন্সিল নির্দেশিকা চূড়ান্ত মূল্যায়ণ সভা অনুষ্ঠিত

গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের কৃতি  শিক্ষার্থীদের সংবর্ধনা 

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে রুজভেল্ট জেটি হ্যান্ডলিং ওয়ার্কার্স ইউনিয়নের মিলাদ মাহফিল

ফুলতলার দামোদর ইউনিয়নে ভোটার সমাবেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।