সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খুলনা উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাকক্ষে অনুষ্ঠিত হলো ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান’ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা। বাংলাদেশ বিজনেস এন্ড ডিসএবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর আয়োজনে এবং খুলনা উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহযোগিতায় বুধবার (১৬ এপ্রিল) এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালাটি আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রোগ্রেস প্রকল্পের অধীনে আয়োজন করা হয়। কর্মশালায় খুলনা উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সদস্য স্থানীয় উদ্যোক্তারা এবং জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব), খুলনা শাখার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় এনজিও ইউসেপ বাংলাদেশ-এর প্রতিনিধিরাও কর্মশালায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে খুলনা উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মুর্শিদা আকতার রনি এবং নাসিব খুলনার সভাপতি জনাব ইফতেখার আলী গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তাঁদের অঙ্গীকার ব্যক্ত করেন এবং অন্যান্যদের প্রতি আহ্বান জানান।

বিবিডিএন-এর ডিরেক্টর অব অপারেশনস আজিজা আহমেদ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার তারেক মাহমুদ কর্মশালায় প্রতিবন্ধিতা বিষয়ক সচেতনতা ও কর্মসংস্থান সৃষ্টিতে বিবিডিএন-এর ভূমিকা তুলে ধরেন।

আন্তর্জাতিক শ্রম সংস্থার জাতীয় প্রোগ্রাম অফিসার (জেন্ডার অ্যান্ড স্কিলস পলিসি) মাসরেকা খান প্রোগ্রেস প্রকল্পের অধীনে দক্ষতা উন্নয়ন ও প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের বিষয়ে আলোকপাত করেন। কর্মশালাটি পরিচালনা করেন বিবিডিএন-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবাইয়া সুলতানা।

এই ধরনের আয়োজন স্থানীয় উদ্যোক্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরিতে সহায়ক হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে কেকেবিএইউর স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির নির্বাচনী সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির তথ্যের প্রবেশাধিকার ও নীতি বিষয়ক প্রোগ্রাম অনুষ্ঠিত

দিঘলিয়ায় নিরাপদ অভিবাসন বিষয়ক তথ্য কর্ণার উদ্বোধন

তরুণদের শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ জাগাতে গবেষণার প্রয়োজন : উপ-উপাচার্য

কুয়েটের ইইই বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।