সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
পূর্ব শত্রুতার জেরে তালায় ইউ: যুবলীগ নেতাকে মারপিট,ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে মিথ্যাচার | চ্যানেল খুলনা

পূর্ব শত্রুতার জেরে তালায় ইউ: যুবলীগ নেতাকে মারপিট,ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে মিথ্যাচার

তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার সন্ধ্যায় তালার খলিলনগর বাজারে জাহিদ মোড়ল গংদের নেতৃত্বে
একদল দূর্বৃত্ত আকষ্মীক হামলা চালিয়ে স্থানীয় যুবলীগের সভাপতি ও মৎস্য চাষী আব্দুল করীম মোড়লকে মারপিট করে আহত করে। তাৎক্ষণিক বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে জাহিদ গং উপস্থিত জনসাধারণকে ভূল বোঝায় যে, করিমরা সংঘবদ্ধভাবে তাকে মারপিট করছে। ঘটনায় উপস্থিত জনসাধারণের মধ্যেও বিষয়টি ছড়িয়ে পড়লে জাহিদরা সংঘবদ্ধভাবে করিমদের মারতে উদ্যত
হলে তারা স্থানীয় একটি দোকানে আশ্রয় নেন। খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার শিকার যুবলীগ নেতা আব্দুল করীম মোড়লসহ এলাকাবাসী জানান, খলিলনগর ইউনিয়নের মৃত লিয়াকত আলী মোড়লের ছেলে জাহিদ মোড়ল (৩৫)) সাথে ঘের সংক্রান্তে দীর্ঘ দিন যাবৎ করিমের সাথে বিরোধ চলে আসছে। ইতোপূর্বে জাহিদ তাকে হত্যাসহ বিষ প্রয়োগে তার ঘেরের মাছ নিধনের হুমকি দেয়। ঘটনায় করিম প্রসাদপুরের মৃত লিয়াকত আলী মোড়লের ছেলে জাহিদ মোড়ল(৩৫), মৃত ফিরোজ গাজীর ছেলে মোসলেম গাজী (৫৫),মৃত ইব্রা ফকিরের ছেলে রেজাউল ফকির(৩৮) দাসকাটির মৃত মুহাম্মদ আলী গাজীর ছেলে কবির গাজী (৫০) এর বিরুদ্ধে তালা থানায় গত ২৮/১২/১৯ তারিখে একটি সাধারণ ডায়েরী করেন। যার নং ১০২২। এরআগে ২০১৩
সালের ২৩ নভেম্বর অনুরুপ ঘটনায় করিমের বসত ঘরে আগুন ধরিয়ে দিলে ২৫ জানুয়ারী তিনি তালা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং-৯১২।
এদিকে প্রত্যক্ষদর্শীসহ স্থানীয়রা জানান,করিমের একটি ৬ বিঘার ঘেরের পাশে জাহিদের ১৩ বিঘার একটি ঘের রয়েছে। বরাবর করিমের ছোট ঘেরটি দখলের জন্য জাহিদ নানা পায়তারাসহ হুমকি-ধামকি প্রদর্শন করে। সেখানে ৬ বিঘার ঘের মালিকের পক্ষে ১৩ বিঘার ঘের দখলের প্রশ্নই আসেনা।
করিম আরো জানান,তিনি স্থানীয় খলিলনগর যুবলীগের সভাপতি হওয়ায় জাহিদ বিভিন্ন সময় তার দল ও তাকে নিয়ে অশ্লীল মন্তব্য করে। সর্বশেষ ঘটনার দিন উপস্থিত দলের স্থানীয় সাংগঠনিক সম্পাদক আল আমীন তাকে ঠেকানোর চেষ্টা করলেও জাহিদ কতিপয় মিডিয়ায় আলআমীনকে যুবদলের নেতা পরিচয় দিয়ে পুরো ঘটনাকে আঁড়াল করতে রীতিমত মিথ্যাচার করেছেন।
এব্যাপারে তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল জানান, শুক্রবারের ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এবং রাত আনুমানিক ৯ টার দিকে আওয়ামীলীগের নেতৃবৃন্দ বিষয়টি বসাবসি করে রাতেই মিটিয়ে নেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

বন্দর নগরী বেনাপোলে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

তালায় কলেজ ছাত্রীর গাঁয়ে আগুন লাগিয়ে আত্মহত্যা!

তালায় কলেজ ছাত্রীর গাঁয়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা, মুমুর্ষ অবস্থায় হাসাপাতালে ভর্তী!

তালায় উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

সাতক্ষীরা ৫ মে থেকেই বাজারে আসবে আম

তালায় গরু বোঝাই আলমসাধু উল্টে একজন নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।