সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
পুলিশ হবে নিরপেক্ষ, সে কোন রাজনৈতিক দলের হবে না | চ্যানেল খুলনা

পুলিশ হবে নিরপেক্ষ, সে কোন রাজনৈতিক দলের হবে না

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দার বলেছেন, পুলিশ হবে নিরপেক্ষ সে কোন রাজনৈতিক দলের হবে না। ন্যায়পরায়ণ হবে। বৃহস্পতিবার (২ জানুযারী) বিকেলে রূপসা ঘাট এলাকায় পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

মতবিনিময়কালে কেএমপি কমিশনার পুলিশের প্রতি মানুষের প্রত্যাশার পাশাপাশি নাগরিকদের আইন মান্যতার গুরুত্ব তুলে ধরেন। সমবেত জনতারাও তাদের বক্তব্য তুলে ধরেন।

কেএমপি কমিশনার বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা পুলিশের ভাবমূর্তি উত্তরণের চেষ্টা করে যাচ্ছি। সেজন্য আমরা মিলনায়তনে বা সেমিনারে বসে মিটিং না করে আজ আপনাদের সাথে কথা বলার জন্য এবং কথা শোনার জন্য আপনাদের কাছে এসেছি। কারণ মিলনায়তন বা সেমিনারে মধ্য মিটিং করলে সেই মিটিংয়ের বিষয়বস্তু বাইরের কেউ জানতে পারে না।

তিনি আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবেলায় কোথায় দৃঢ় প্রতিজ্ঞ থাকবে। সাহসী ভূমিকা থাকবে। মাদক সন্ত্রাসের বিষয়ে কোন নাগরিক তথ্য প্রদান করলে তথ্যদাতার নিরাপত্তার জন্য তার পরিচয় গোপন রাখতে হবে। পুলিশ মানুষ জনের প্রতি কেয়ারিং অ্যাটিটিউড দেখাবে। মানবিক আচরণ করবে। অভদ্র আচরণ করবে না। পুলিশ ঘুষ খাবে না বেতনের মধ্য থেকে সততার সহিত জীবন যাপন করবে। মানুষের আস্থা অর্জন করতে হবে। পুলিশ তার দায়িত্ব সঠিকভাবে পালন করবে। একইভাবে জনগণের প্রতিও পুলিশের কিছু প্রত্যাশা আছে। পুলিশ ও জনগণ পরস্পরকে সহযোগিতা করবে। ভিন্ন মত ধর্মের প্রতি সহনশীল হতে হবে। নাগরিক হিসেবে বিশেষ কিছু দায়িত্ব পালন করতে হবে। যেমন তথ্য দেওয়া, আইন মেনে চলা, পারস্পরিক সহমর্মিতা।

এই প্রেগ্রাম সকল শ্রেণি-পেশার মানুষের কাছে না পৌঁছানো পর্যন্ত চলমান থাকবে বলে জানানো হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে খুলনায় আলোচনা সভা

পিআর পদ্ধতিকে জুলাই চার্টারে অন্তভুক্ত করে গণভোটে জনগণ যে রায় দেবে সবাইকে মানতে হবে: মিয়া গোলাম পরওয়ার

খুবির সাথে গবেষণা কোলাবরেশনে আগ্রহ জাপানি গবেষণা প্রতিষ্ঠানের

নবনির্বাচিত বিসিবির পরিচালক জুলু কে এক্স ক্রিকেট এসোসিয়েশনের সংবর্ধনা

বিজেপিসির তথ্য বিষয়ক পলিসি অ্যানালাইসিস প্রোগ্রাম অনুষ্ঠিত

খুমেক হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় এমইউজে ও বিএফইউজে নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও ক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।