প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদের শাশুড়ি বেগম জাহানারা ভূঁইয়া আর নেই । ১৩ ফেব্রুয়ারি সোমবার সকালে ঢাকার একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
তিনি ছয় কন্যা, চার পুত্র ও নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। জানাজা শেষে তাকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ধীতপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জাহানারা ভূঁইয়া ১৯৩০ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
তার বড় জামাতা পরমাণু শক্তি কমিশনের সাবেক ভাইস চেয়ারম্যান ড. আব্দুল জলিল। আগামী বুধবার তার কুলখানি অনুষ্ঠিত হবে।


