সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
পাকিস্তানের সম্পৃক্ততা এখনো প্রমাণ করতে পারেনি ভারত: শাহবাজ | চ্যানেল খুলনা

পাকিস্তানের সম্পৃক্ততা এখনো প্রমাণ করতে পারেনি ভারত: শাহবাজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ভারত এখন পর্যন্ত পহেলগাঁও হামলার সঙ্গে পাকিস্তানের সম্পৃক্ততার বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি। এটি পাকিস্তানকে কলঙ্কিত করার একটি সুস্পষ্ট প্রচেষ্টা। জিও নিউজ

শাহবাজ শরীফ আজ পাকিস্তানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

বৈঠকে পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ও ভ্রাতৃসুলভ সম্পর্ক পুনরায় নিশ্চিত করার অঙ্গীকার করা হয়। সেইসঙ্গে ভারতের পহেলগাঁও ঘটনার প্রেক্ষাপটে আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী শাহবাজ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান এবং পাকিস্তানের প্রতি তুরস্কের নিরবচ্ছিন্ন সমর্থনের প্রশংসা করেন। তিনি বলেন, এই সমর্থন দুই দেশের জনগণ ও সরকারের মধ্যকার সুগভীর ও পরীক্ষিত ভ্রাতৃসুলভ সম্পর্কেরই প্রতিফলন।

পহেলগাঁও ঘটনার পর উদ্ভূত সাম্প্রতিক উত্তেজনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ভারতের উসকানিমূলক আচরণের পরও পাকিস্তান দায়িত্বশীল ও সংযত অবস্থান গ্রহণ করেছে।

তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানায় এবং পহেলগাঁওয়ের ঘটনার সঙ্গে পাকিস্তানকে জড়ানোর ভারতের প্রচেষ্টা ভিত্তিহীন।

তিনি এ ঘটনার একটি বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের আহ্বান পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী আরও জানান, পাকিস্তান এমন তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবে এবং তুরস্ক যদি এতে অংশ নিতে চায়, তবে পাকিস্তান তা আন্তরিকভাবে স্বাগত জানাবে।

তুরস্কের রাষ্ট্রদূত পাকিস্তানের অবস্থানের প্রতি সমর্থন জানান এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে উত্তেজনা প্রশমনে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

ভারতে চাঞ্চল্যকর ব্যবসায়ী হত্যার ঘটনায় হিন্দু মহাসভার নেত্রী গ্রেপ্তার

নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করলেন মাচাদো

ডোনাল্ড ট্রাম্প নয়, শান্তিতে নোবেল পেলেন মারিয়া কোরিনা

গাজায় যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজ এলাকায় ফিরছে ফিলিস্তিনিরা

তালেবানের সঙ্গে বৈঠকের পর কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস চালুর ঘোষণা দিল্লির

গাজায় ২০০ সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।