সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
পাকিস্তানের পদক্ষেপকে সমর্থন জানাল কাতার | চ্যানেল খুলনা

পাকিস্তানের পদক্ষেপকে সমর্থন জানাল কাতার

ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে পাকিস্তানের পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী।এমনটাই দাবি করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

খবরে বলা হয়, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিমের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। এ সময় পহেলগাঁওয়ে হামলার পর থেকে ভারতের আগ্রাসী পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন তিনি।

এ সময় কাতারের প্রধানমন্ত্রী বলেন, কাতার আঞ্চলিক অস্থিতিশীলতা কমানোর নীতির সমর্থক, আমরা আশা করি যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা কমবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রশংসা করে কাতারের প্রধানমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কঠোর পরিশ্রম করে পাকিস্তানের অর্থনীতিকে সঠিক পথে নিয়ে যাচ্ছেন।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি কাতারের প্রধানমন্ত্রীকে ভারতের আগ্রাসী পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।

উত্তেজনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের অবস্থান ব্যক্ত করে তিনি বলেন, পহেলগাঁওয়ের ঘটনার নিরপেক্ষ তদন্তের প্রস্তাব পাকিস্তানের মৌলিক অবস্থানকে দৃঢ় করে।কিন্তু ভারত এ ক্ষেত্রে কোনো সহযোগিতা করছে না।

এদিকে ভারত যেকোনো সময় নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর হামলা চালাতে পারে বলে সোমবার সতর্ক করে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

তিনি বলেছেন, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলার পর পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে কূটনৈতিক ও নিরাপত্তা উত্তেজনা বেড়েই চলেছে।

ইসলামাবাদে সাংবাদিকদের খাজা আসিফ বলেন, গোপন সূত্রে জানা যাচ্ছে, ভারত এলওসির যেকোনো পয়েন্টে হামলা চালাতে পারে। নয়াদিল্লিকে এর উপযুক্ত জবাব দেওয়া হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পহেলগাঁও ঘটনা তদন্তে একটি আন্তর্জাতিক কমিশন গঠন করার আহ্বান জানিয়েছেন, উল্লেখ করে খাজা আসিফ বলেন, এ তদন্তের মাধ্যমে পরিষ্কার হবে, ঘটনাটিতে ভারত নিজে বা কোনো অভ্যন্তরীণ গোষ্ঠী জড়িত কি না এবং এতে নয়াদিল্লির ভিত্তিহীন অভিযোগ নিয়ে সত্য উঠে আসবে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

যুদ্ধের পর আশুরায় প্রথম জনসমক্ষে এলেন খামেনি

গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ৬১৩ : জাতিসংঘ

‘আইএস তহবিলে অর্থ পাঠাত’ গ্রেপ্তার বাংলাদেশিরা: মালয়েশিয়ার আইজিপি

প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে রাশিয়ার স্বীকৃতি, যা বলল চীন

চাচাকে বিয়ে করতে না পেরে ৪৫ দিনের মাথায় স্বামীকে খুন করলেন নববধূ

পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় ঘোষণা দিলেন ইরানের প্রেসিডেন্ট

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।