সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
পাইকগাছায় জমি-জমা বিরোধের জেরে মারপিট : আহত-৩ | চ্যানেল খুলনা

পাইকগাছায় জমি-জমা বিরোধের জেরে মারপিট : আহত-৩

পাইকগাছা : – পাইকগাছায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে মারপিটে মারাত্বক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩ জন।ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিন সলুয়া গ্রামে। মারামারির ঘটনায় পাইকগাছা কোর্টে এজাহার জমা দিয়েছেন ভুক্তভোগীরা।

মামলার ও কাগজপত্রের বিবারনে জানাযায়, উপজেলা দক্ষিন সলুয়া গ্রামের কেদার প্ররামানিক সি এস ৬৭৬ খতিয়ানের ১৮৪ দাগে ৩৯ শতক জমির মালিক হন। তার পুত্র বুধর প্ররামানিক এস এ ৮৭৭ খতিয়ানে ১৮৪ দাগে দু’পুত্র রাম ও লক্ষনের নামে ২০+২০ রেকর্ড হয়। লক্ষনের কোন সন্তান না থাকায় তার মৃত্যু অন্তে সমস্ত জমির মালিক হন তার ভাই রাম। বি আর এস ১১০খতিয়ানে ২৮৭ দাগে রামের তিন পুত্র দিলিপ, গোপি,বিকাশ ও কন্যা বন্ধনার নামে ১৩ শতক, বি আর এস ৪৯৫ খতিয়ানে ২৮৫ দাগে ১৩ শতক এবং বি আর এস ১০৩৯ খতিয়ানে ২৮৬ দাগে ১৪ শতক জমি চুড়ান্ত রেকর্ড হয়। এমনকি ১৪২৬ সাল পর্যন্ত খাজনা পরিশোধ করেছেন এবং উক্ত জমির খারিজ খতিয়ান করেছেন যার নাং ১৫০৯। উক্ত জমিজমা থেকে কাশেম আলী ৩ শতক ক্রয় করেন এবং বাকি জমি তিন ভাই বোন বন্ধনার নামে দান করেন। মোট ৪০ শতক জমির মধ্যো হতে বন্ধনা ও কাশেম মিলে ২৫.২৪ শতক জমি ভোগ দখল করেন। বাকি ১৪.২৬ শতক জমি আরেক শরিক বন্ধনার চাচাতো ভাই আনন্দ বিশ্বাস ও জ্যোতিষ বিশ্বাস গং জোর পূর্বক দখল করে আসছে। ফলে উভয়ের মধ্যে গলোযোগ চলতে থাকে। ফলে গত ১৯ ডিসেম্বর আনন্দ গংদের বিরুদ্ধে থানায় জিডি করে। জিডির প্রেক্ষিতে ২০ ডিসেম্বর উভয় পক্ষকে ডেকে শান্তিপূর্ণ ভাবে বসবাসের নির্দেশনা দেন পুলিশ প্রশাসন। তারি পরেরদিন ২২ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে আনন্দ/ জ্যোতিষ গং বন্ধনা বিশ্বাসের বাড়িতে এসে ঘেরা-বেড়া, গোলের ঘর ভেঙ্গে আসবাবপত্র নষ্ট ক্ষয় ক্ষতি সাধন করে এবং বাড়ির মহিলা শান্তি বিশ্বাস, অশোকা বিশ্বাস, সুবর্ণা বিশ্বাসকে বেদম মারপিটে মারাত্মকভাবে আহত করে। এরিপোর্ট লেখা পর্যন্ত আহতরা পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধী আছেন। সুবর্ণা বিশ্বাসের অবস্থা আসঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরনের সিদ্ধান্ত দিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। মারামারির ঘটনায় ২৪ ডিসেম্বর বন্ধনা বিশ্বাস বাদী হয়ে পাইকগাছা কোর্টে এজাহার জমা দিয়েছেন বলে জানাগেছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় ঘরে ঢুকে যুবকের মাথায় দুর্বৃত্তদের গুলি

নৌবাহিনীর নাবিক পদে চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি, খুলনায় দুই প্রতারক গ্রেফতার

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে নবীনবরণ অনুষ্ঠিত

টাইফয়েড টিকা হালাল, নিরাপদ ও কার্যকরী: বিভাগীয় কমিশনার

তিন দিনব্যাপী খুলনা আমর্ড পুলিশ ব্যাটালিয়নে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণের উদ্বোধন

খুলনা কারাগারে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাজতির মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।