সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
নৌকার মনোনয়ন বঞ্চিতদের হামলায় ওসি আহত | চ্যানেল খুলনা

নৌকার মনোনয়ন বঞ্চিতদের হামলায় ওসি আহত

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের (নৌকা প্রতীক) মনোনয়ন পান উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক মেয়র মো. শফিকুল ইসলাম হবি। শনিবার রাতে এ সংবাদ গৌরীপুরে আসার পরক্ষণেই শহরে আনন্দ মিছিল বের হয়।

অপরদিকে মনোনয়ন বঞ্চিত মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকও শহরে বিক্ষোভ মিছিল বের করেন। সংঘর্ষ এড়াতে গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিনের নেতৃত্বে পুলিশ সড়কে অবস্থান নেয়। মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ মিছিলটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে হামলার শিকার হন গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত ডা. শরিফুল হালিম জানান, ওসির ডানহাতের তর্জনী আঙ্গুলের ৩টি স্থানে কেটে গেছে।

এদিকে এ ঘটনায় গৌরীপুর থানার এসআই মাইনুল রেজা বাদী হয়ে রোববার মামলা দায়ের করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার এসআই মো. নজরুল ইসলাম। তিনি জানান, হামলাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক বরাদ্দ দিয়েছেন। তার এ সিদ্ধান্তের বিরুদ্ধে অস্ত্র নিয়ে শহরে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতিহত করতে গিয়ে আহত হয়েছি। তাদের প্রতিহত না করতে পারলে অনেক ব্যবসা প্রতিষ্ঠান, গাড়ি-বাড়ি ক্ষতিগ্রস্ত হতো। জানমাল রক্ষা করতে গিয়ে দায়ের কোপ লেগেছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কুমিল্লায় চোর সন্দেহে যুবককে আটকে কুকুর লেলিয়ে নির্যাতন, গ্রেপ্তার ৩

রাবিতে পোষ্য কোটা: শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি

নুরাল পাগলার দরবার থেকে লুট হওয়া জেনারেটরসহ আরও একজন গ্রেপ্তার

কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে ৪ মাজারে হামলা ভাঙচুর আগুন

গাজীপুরে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুরের অভিযোগ

বিএসএফের গুলিতে নিহত সেই ফেলানীর ভাই চাকরি পেলেন বিজিবিতে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।