চ্যানেল খুলনা ডেস্কঃ ‘সা-রে-গা-মা-পা’ খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেলকে নিয়ে বিতর্ক থামছেই না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার বেশকিছু নগ্ন ও আপত্তিকর ছবি ঘুরে বেড়াচ্ছে। এরপরেই নোবেলের বিরুদ্ধে প্রেম ও সর্বস্ব লুটের অভিযোগ এনেছে ১৬ বছর বয়সী এক ছাত্রী।
সর্বস্ব লুটের অভিযোগ আনা সেই মেয়ে জানিয়েছে, গোপালগঞ্জে থাকার সময় থেকে নোবেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এমনকি বিয়ের প্রলোভন দেখিয়ে নোবেল তার শারীরিক সম্পর্কেও মিলিত হওয়ার অভিযোগ আনেন।
একটি গণমাধ্যম ওই মেয়ের সঙ্গে যোগাযোগ করলে নোবেলের বিরুদ্ধে অভিযোগ করে বলে, গত পাঁচ বছর ধরে তার বাবার চাকুরির সূত্র ধরে গোপালগঞ্জে ছিলেন। সেখান থেকে তাদের পরিচয়। মিথ্যা প্রেমের জালে তাকে ফাঁসানো হয়েছিল বলে জানিয়েছে সে।
এর আগে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রিন্স মাহমুদের লেখা আমার সোনার বাংলাকে জাতীয় সংগীত করার বিষয়ে কথা বলায় সমালোচনায় আসেন তিনি। এবার তিনি নারী কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত হলেন।