সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
‘নেহরুর ভারতকে কবর দিয়েছেন মোদি’ | চ্যানেল খুলনা

‘নেহরুর ভারতকে কবর দিয়েছেন মোদি’

চ্যানেল খুলনা ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার নেতৃত্বাধীন বিজেপি সরকার জওহরলাল নেহেরুর ভারতকে কবর দিয়েছেন বলে কটাক্ষ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। কাশ্মীর ইস্যু নিয়ে চলমান উত্তেজনার প্রেক্ষিতে এমন মন্তব্য করলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, আজ শনিবার পাক পররাষ্ট্রমন্ত্রী কুরেশি ভারতে মোদি সরকারের বিরুদ্ধে কটাক্ষ করে এ মন্তব্য করেন। ভারতীয় সংবিধান থেকে কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয়া ৩৭০ অনুচ্ছেদ রদের পরিপ্রেক্ষিতে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন তিনি।
সরকারের শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে ওই সংবাদ সম্মেলেন পাক পররাষ্ট্রমন্ত্রী মেহমুদ কুরেশি বলেন, “নরেন্দ্র মোদি নেহরুর ভারতকে কবর দিচ্ছেন। তিনি আরও বলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অতিজ দোভালের দ্বারা দেশটির নীতি ‘দোভাল ডকট্রিন’ ফর্মুলায় চলছে।”

গত ৫ আগস্ট কাশ্মীরের সাংবাধানিক বিশেষ মর্যাদা বাতিল করে মোদি সরকার। তার পরদিন পাক প্রধানমন্ত্রী ইমরান খান নিজে ‘কাশ্মীর কমিটি’ নামে একটি পরিষদ গঠন করেন। সেই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার। বৈঠক শেষে কুরেশি এসব কথা বলেন।

শাহ মেহমুদ কুরেশি বলেন, ‘এ কমিটি পাকিস্তানের সব প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে। সংসদের যৌথ অধিবেশনে যে প্রস্তাবটি পাস হয়েছে তা বিবেচনায় নিয়ে আজই এ বৈঠক। আমরা সংসদে যে একাত্মতা প্রকাশ করেছি, আজকের বৈঠকেও সেই একাত্মতাই ছিল।’

পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি কীভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া হবে তার রূপরেখা নির্ধারণ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এই বৈঠক হওয়ার একদিন আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অর্ধ শতাব্দী পর কাশ্মীর ইস্যু নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

নির্বাচনে জিতে মামদানির অগ্নিঝরা ভাষণ, তোপ দাগলেন ট্রাম্পের বিরুদ্ধে

ট্রাম্পের নেতৃত্বে ২ বছরের জন্য গাজার শাসনক্ষমতা চায় যুক্তরাষ্ট্র ও মিত্ররা

ভারত-বাংলাদেশ দুই দেশ আবার এক হয়ে যাবে: বিজেপি এমপি

ল্যুভরের পর এবার ফ্রান্সের সোনার কারখানায় চুরি, ৬ জন আটক

দুই জেনারেলের দ্বন্দ্বের পর সুদানের গৃহযুদ্ধে জড়িয়েছে যেসব দেশ

তিন দিনের বৈঠকেও সমঝোতায় পৌঁছাতে পারেনি আফগানিস্তান-পাকিস্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।