সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
নিগারদের বিশ্বকাপে খেলার অপেক্ষা বাড়াল উইন্ডিজ | চ্যানেল খুলনা

নিগারদের বিশ্বকাপে খেলার অপেক্ষা বাড়াল উইন্ডিজ

জিতলেই বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত। এমন সহজ সমীকরণ সামনে রেখে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল।

কিন্তু ৯ উইকেট হারিয়ে ২২৭ রান করা বাংলাদেশ হেরে যায় ৩ উইকেটে। এই পরাজয়ে সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপে খেলার অপেক্ষা বাড়ল নিগার সুলতানাদের।

পাকিস্তানে চলমান বিশ্বকাপের বাছাই পর্বের শেষ ম্যাচে শনিবার স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে জয় অথব বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল হলেও বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট পাবে বাংলাদেশ।

বাছাইপর্বের প্রথম তিন ম্যাচের দুটিতে বাংলাদেশ জিতেছে আগে ব্যাটিং করে। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টসে জিতে আজও আগে ব্যাটিং নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নিগার। কিন্তু এবার আগের দুই ম্যাচের মতো বড় রান করতে পারেনি বাংলাদেশ।

প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ড গড়ে বাংলাদেশ (২৭১/৩)। পরের ম্যাচে রান তাড়া করে আয়ারল্যান্ডকে হারানো বাংলাদেশ তৃতীয় ম্যাচে আগে ব্যাটিং করে দলীয় সর্বোচ্চ স্কোরের রেকর্ডটি (২৭৬/৬) নতুন করে লিখে জিতেছে স্কটল্যান্ডের বিপক্ষে।

ওই তিন ম্যাচে বাংলাদেশকে বড় স্কোর এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অধিনায়ক নিগার। আজ নিগারের ব্যাটে ছিল রানের খরা। বাংলাদেশও তাই পুরো ৫০ ওভার খেলে ৯ উইকেটে ২২৭ রানের বেশি করতে পারেনি। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন শারমিন আক্তার।

টার্গেট তাড়া করতে নেমে ৪৬ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা। তবে ১৬.৩ ওভারে ৭৪ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

চতুর্থ উইকেটে স্টেফানি টেলর (৫১ বলে ৩৬) ও অধিনায়ক হেইলি ম্যাথুস (৪৫ বলে ৩৩) ৮০ বলে ৬৬ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান। ৭ রানের মধ্যে দুজনই আউট হয়ে ফিরলে শিনেলি হেনরির ৪৮ বলে অপরাজিত ৫১ রানের ইনিংসে ২৪ বল হাতে রেখে সহজ জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

র‍্যাঙ্কিংয়েও আফগানদের পেছনে ফেলল বাংলাদেশ, জাকের-তামিমের উন্নতি

ঢাকা ও চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, সূচি চূড়ান্ত

‘ভারত-পাকিস্তানের কারণেই সব সময় বিপদে পড়ে বাংলাদেশ’

রিয়ালে প্রথমবার ‘চরম বাস্তবতা’ দেখলেন আলোনসো

১৬ দলীয় চাইনিজবার ফুটবল টুর্নামেন্টে মধু ফ্যাক্টরি ইয়ং বয়েজ জয়ী

নেপাল থেকে নিরাপদে ঢাকায় ফিরলেন ফুটবলাররা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।