সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
নিউজার্সিকে উড়িয়ে দিল সাকিবের আটলান্টা | চ্যানেল খুলনা

নিউজার্সিকে উড়িয়ে দিল সাকিবের আটলান্টা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছর ধরে বাইরে থাকলেও সাকিব আল হাসান প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে একেবারে দূরে নেই। পিএসএল, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পাশাপাশি টি-টেন টুর্নামেন্ট তো তিনি খেলছেনই। বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটেও (এমআইএলসি)।

সাকিব এমআইএলসিতে খেলছেন আটলান্টা ফায়ারের হয়ে। গতকাল টুর্নামেন্টের সুপার এইটে আটলান্টা ফায়ার খেলেছে নিউজার্সি সমারসেট ক্যাভালিয়ার্সের বিপক্ষে। এই ম্যাচটা সাকিবের জন্য অম্লমধুর হলেও শেষ পর্যন্ত বিজয়ীর বেশে মাঠ ছেড়েছেন। চার্চ সেন্ট পার্কে এই ম্যাচে আটলান্টা ফায়ার পেয়েছে ৭৬ রানের বিশাল জয়।

১৫৪ রানের লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজার্সি। রানও উঠতে থাকে ধীর গতিতে। একটা পর্যায়ে দলের স্কোর হয়ে যায় ৪.৪ ওভারে ২ উইকেটে ১৮ রানে। নিউ জার্সির দুই ওপেনার কেনার লুইস (৭) ও চন্দরপল হেমরাজ (৪) এক অঙ্কের ঘরে আউট হয়েছেন। তৃতীয় উইকেটে আলী ইমরান ও গজানন্দ সিং ১৬ রানের জুটি গড়লেও তাঁরা খেলেছেন ১৭ বল। অষ্টম ওভারের তৃতীয় বলে ইমরানকে (১৩) ফিরিয়ে জুটি ভাঙেন আনশ প্যাটেল।

ইমরান আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে নিউজার্সির ইনিংস। ৪৩ রানে ৭ উইকেট হারিয়ে ১৭.২ ওভারে ৯ উইকেটে ৭৭ রানে পরিণত হয় দলটি। নাজাফ শাহ ব্যাটিংয়ে না নামায় ৭৭ রানেই শেষ নিউজার্সির ইনিংস। আনশ প্যাটেল ও সানি প্যাটেল নিয়েছেন তিনটি করে উইকেট। দুজনেই চার ওভার করে বোলিং করেছেন। আনশ খরচ করেছেন ২০ রান। সানি দিয়েছেন ১৬ রান। সাকিব ৩.২ ওভারে ৯ রানে নিয়েছেন ১ উইকেট। বাংলাদেশের তারকা অলরাউন্ডার এক ওভার মেডেনও দিয়েছেন।

সুপার এইটে গত রাতে আটলান্টা ফায়ারের বিপক্ষে টস জিতে বোলিং নিয়েছে নিউ জার্সি। আগে ব্যাটিং পাওয়া আটলান্টা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে করেছে ১৫৩ রান।ইনিংস সর্বোচ্চ ৫৮ রান করেন ঋষি পান্ডে। ৪৮ বলের ইনিংসে মারেন পাঁচ চার। তবে বোলিং ভালো হলেও ব্যাটিংটা বাজে হয়েছে সাকিবের। ৯ বলে করেন ৬ রান। কোনো চার-ছক্কা মারতে পারেননি। নিউজার্সির আব্দুল্লাহ গাজী ৩ ওভারে ৩২ রানে নিয়েছেন ৩ উইকেট।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

জ্যোতিদের জয়ের পথ সহজ করে দিলেন মারুফা-নাহিদা-স্বর্নারা

সাকিবকে আর বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না: উপদেষ্টা আসিফ

মোংলা কাস্টমস হাউস ও এজেন্টস্ এসোসিয়েশনের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

পাকিস্তানের বিরুদ্ধে আইসিসির কাছে নালিশ করবে ভারত

আফগানিস্তান সিরিজে লিটনের জায়গা নিলেন সৌম্য

৪১ বছর পর এমন ফাইনাল, ভারতকে ‘হুমকি’ দিল পাকিস্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।