সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
নারায়ণগঞ্জ মহানগর আ’লীগ সেক্রেটারির বিরুদ্ধে মেয়র আইভীর মামলা | চ্যানেল খুলনা

নারায়ণগঞ্জ মহানগর আ’লীগ সেক্রেটারির বিরুদ্ধে মেয়র আইভীর মামলা

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী। সোমবার দুপুরে মেয়র আইভী ওই মামলার আবেদন করেন।

আদালত মামলার আর্জি গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন বলে নিশ্চিত করেছেন মেয়র আইভীর আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

জানা গেছে, মামলায় অপর আসামি করা হয়েছে কানাডা প্রবাসী প্রদীপ দাসকে। তিনি ‘হিন্দুস লাইভস মেটারস’ নামের একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন।

মামলায় অভিযোগ করা হয়, সামাজিক অস্থিরতা ও সাম্প্রদায়িক দাঙ্গা ঘটানোর উদ্দেশ্যে উক্ত ইউটিউব চ্যানেলে বিবাদী প্রদীপ দাস ও খোকন সাহা আইভীর নামে মিথ্যা উদ্ভট অভিযোগ ছড়িয়েছেন।

এ ব্যাপারে মেয়র সেলিনা হায়াত আইভীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোনটি রিসিভ করেননি। তবে মেয়র আইভীর আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানিয়েছেন, মামলার বাদী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী সশরীরে আদালতে উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করেন। ট্রাইব্যুনালের বিচারক মো. আফসান জগলুল হোসাইন অভিযোগটি আমলে নিয়ে পুলিশের অপরাধ দমন বিভাগ সিআইডিকে তদন্তের নির্দেশ দেন এবং আগামী ৮ জানুয়ারি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

এদিকে মামলার বিষয়ে অবগত হয়েছেন কিনা- জানতে চাইলে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা মোবাইল ফোনে জানান, আমার বিরুদ্ধে আইভী একটি মামলা দায়ের করেছেন বলে লোকমুখে জানতে পেরেছি। তবে এখনো মামলার নথি হাতে পাইনি। নথি হাতে পেয়ে দলীয় ফোরামে আলোচনা করে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে পারব।

তিনি আরও বলেন, শুধু আমি না, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাংবাদিকদের বিরুদ্ধেও এর আগে বহু মামলা করেছেন এবং করিয়েছেন মেয়র সেলিনা হায়াত আইভী। নারায়ণগঞ্জে যারাই তার অন্যায়-দুর্নীতি অনিয়মের প্রতিবাদ করেছে তাদের মুখ বন্ধ করতে একের পর এক মামলা করতে তিনি সিদ্ধহস্ত। তারই ধারাবাহিকতায় আমার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা। দলীয় ফোরামে আলোচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

উপদেষ্টা পরিষদের ভেতরে মাহফুজকে হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে: নাহিদ

ছাত্রদলের ভোট বর্জনের পর শিবিরের ঐক্যের ডাক

জাকসু নির্বাচন বর্জন করল ছাত্রদল প্যানেল

এনসিপি থেকে পদত্যাগ সাবেক ২ সেনা কর্মকর্তার

নিজেদের সবটুকু দিয়ে বাংলাদেশের ছাত্ররাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনব

ভোট গণনা ম্যানিপুলেট করা হলে সাধারণ শিক্ষার্থীরা প্রতিহত করবে: আবিদ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।