
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহাবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলী রেজা, ব্রজলাল কলেজের সহযোগী অধ্যাপক রোকসানা খানম, সহকারী অধ্যাপক শেখ শহিদুল ইসলাম ও মানবাধিকার সংস্কৃৃতি ফাউন্ডেশন এর সম্বয়কারী মো: টিপু সুলতান।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কোভিড-১৯ এর সুরক্ষা সরঞ্জাম উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিতরণ করা হবে। সসভাপতি বলেন, বিগত ২ বছর সংস্থাটি সাধারণ জনগণের মাঝে কোভিড-১৯ সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে।-খবর বিজ্ঞপ্তি