সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
দৌলতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনর দ্বি-বার্ষিক সম্মেলন | চ্যানেল খুলনা

দৌলতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনর দ্বি-বার্ষিক সম্মেলন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য  ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক খান গোলাম রসুল বলেন, শ্রমজীবী মেহনতি মানুষের আর্তনাদ শ্রমিকরা না খেয়ে-দুখে দুখে মরছে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যার সমাধান করে আমাদের মধ্যে যোগ্যতা এবং দক্ষতা অর্জন করলে আল্লাহর এই জমিনে আল কুরানের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, জুলাই বিপ্লবে ১৬০০ প্রাণ দিয়ে আমাদেরকে ঋণী করে গেছেন। তাদের এই রক্তের বদলা নিতে হলে বাংলার এই জমিনে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমেই নিতে হবে। আর এটি করতে হলে শ্রমিকদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শ্রমিকদেরকে যোগ্যতা অর্জন করতে হবে। আমরা যদি সেই ভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তায়ালা আমাদেরকে ক্ষমতা বা নেতৃত্ব দান করবেন। খুলনা মহানগরীর মুহসিন মোড়স্থ কার্যালয়ে শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে দৌলতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
থানা সভাপতি মু. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন এর পরিচালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি  মু. আজিজুল ইসলাম ফারাজী। বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা ফোরকান উদ্দিন মিঠু, মহানগরী সহ-সভাপতি এস.এম মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক ডা. সাইফুজ্জামান, দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়ন এর সভাপতি আব্দুল খালেক হাওলাদার, দবির উদ্দিন মোল্লা, আফতাব উদ্দিন, মালেক মুন্সী। এতে শ্রমিক নেতা আব্দুস সাত্তার, মহাবুবুর রহমান জোনায়েদ,  জি এম হাসানুল বান্না, আব্দুল হাকিম, গোলাম মোস্তফা,  সজ্জাদ হোসেন,  কামরুল ইসলাম,  আবুল হোসেন,  নুরুল ইসলাম, রফিক, তাজমুল, দ্বীন ইসলাম, মুহসিন গাজী, সিদ্দিক জমার্দার, কামরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সম্মেলন থেকে ২০২৫-২৬ সেশনের জন্য মু. রফিকুল ইসলামকে সভাপতি এবং মাহবুবুর রহমান জুনায়েদকে সাধারণ সম্পাদক  করে দৌলতপুর থানার  ২২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।
প্রধান বক্তা আজিজুর রহমান ফারাজী বলেন, শ্রমিকরা হল সমস্ত সভ্যতা ও উন্নয়নের কারিগর। এ মেহনতি মানুষের মুক্তির জন্য আল কুরানের নির্দেশনা-“ওহে তোমাদের কি হলো তোমরা কেন ওই সমস্ত অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষের সাহায্যার্থে আল্লাহর পথে সংগ্রাম করো না যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে এবং এই বলে ফরিয়াদ করছে যে হে আল্লাহ এই জালিম আদর্শিত জনপদ থেকে আমাদের মুক্তি দাও এবং আপনার পক্ষ থেকে একজন অলি বা অভিভাবক”।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

নগরীতে অসহায়, ক্ষুধার্তদের মাঝে খাবার বিতরণ

সুরেক্স এর কমিটি পরিচিতি ও বার্ষিক বনভোজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোংলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোংলায় কৃষকদলের কর্মী সমাবেশ

ইসলামী আন্দোলন খুলনা মহানগর কমিটি ঘোষণা

খুবির অধীনে পাইকগাছা কৃষি কলেজ, উপাচার্যের নেতৃত্বে সরেজমিন পরিদর্শনে বিশেষজ্ঞ দল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।